টলিউডের অন্যতম হ্যান্ডসাম নায়ক তিনি। আট থেকে আশি সবার ফেবারিট আবির চট্টোপাধ্যায়। এক কথায় ‘বং ক্রাশ’ তিনি। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে ভালোবাসেন না নায়ক। স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখী গৃহকোণ আবিরের। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। কিন্তু সেভাবে প্রকাশ্যে আসে না খুদে। আরও পড়ুন-RCB-কে জিতিয়ে ‘ড্যাডি ডিউটি’তে বিরাট! মাঠে দাঁড়িয়েই অকায়-ভামিকাকে ভিডিয়ো কল, দেখুন
অষ্টমীর আগমনে ৬ মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা, কোপ শিমুলের উপরেও! কম TRP-এর জের?
আবিরের পাশে নন্দিনী কতটা মানানসই সেই এখনও কটাক্ষের মুখে পড়তে হয় নায়ককে। সুদর্শন চেহারার আবিরের পাশে তাঁর ‘মোটা’ স্ত্রীকে একদমই মানায় না, মত নেটপাড়ার একাংশের। প্রয়োজনে উচিত জবাবও দিয়েছেন আবির। সেই কারণেই হয়ত ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন অভিনেতা। নন্দিনী অবশ্য মাঝেমধ্যেই আবিরের সঙ্গে তাঁর দাম্পত্যের ঝলক তুলে ধরেন ইনস্টাগ্রামের দেওয়ালে। কিন্তু মেয়ের ছবি পোস্ট করা থেকে বিরত থাকেন নন্দিনীও। তবে দোলের আমেজে প্রথা ভাঙলেন আবির-ঘরণী।
আবির-নন্দিনীর মেয়েকে কেমন দেখতে? সেই নিয়ে অনুরাগীদের মধ্যে একটা চাপা উত্তেজনা বরাবর ছিল। সেভাবে কোনও ফিল্মি পার্টি বা অনুষ্ঠানে দেখা যায় না ময়ূরাক্ষীকে। হ্যাঁ, আবির-নন্দিনীর একমাত্র সন্তানের নাম ময়ূরাক্ষী। ২০০৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন আবির। এমবিএ ক্লাসে আলাপ দুজনের। এরপর সাত পাক ঘোরেন। ২০১৫ সালের আশেপাশে কন্যা সন্তানের বাবা হন আবির। এখন মেয়ের বয়স প্রায় দশ ছুঁইছুঁই। কেমন দেখতে হয়েছেন আবির-কন্যাকে?
নন্দিনীর শেয়ার করা একগুচ্ছ ছবির মধ্যে দুটিতে দেখা মিলল মেয়ের। সাদার উপর ফুলেল প্রিন্টেট ফ্রকে ময়ূরাক্ষী। গলায় পশালের মালা, গা ভর্তি আবির খুদের। আবিরর দেখা মিলল মেরুন কুর্তা আর জিনসে। প্রিন্টেট কুর্তায় দোল কাটালেন নন্দিনী। আবির-নন্দিনীর ‘পারফেক্ট হোলি’ অ্যালবমে দেখা মিলেছে আবিরের বাবা-মা, ফাল্গুনি চট্টোপাধ্যায় এবং রুমকি চট্টোপাধ্যায়েরও।
জানা যায়, আবির নয়, ময়ূরাক্ষীর প্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। ঠাকুরদার নয়নের মণি সে। দাদু-ঠাকুমা সারাক্ষণ আগলে রাখে আবির কন্যেকে।
নন্দিনীর রঙের উৎসব ঘরোয়া উদযাপনের ছবি দাগ কেটেছে দর্শক মনে। সপরিবারে দারুণ সময় কাটিয়েছেন তাঁরা। আবিরকে শেষ দেখা গিয়েছিল ‘শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে’ সিনেমায় দীপক চ্যাটার্জীর চরিত্রে। তাঁর হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। আগামিতে সারেগাপামার নতুন সিজন হোস্ট করতেও দেখা যাবে আবিরকে।