বাংলা নিউজ > বায়োস্কোপ > Vikram Chatterjee: ফেলুদা ব্যোমকেশের ভিড়ে আসছে কিরীটী, নতুন গোয়েন্দা হয়ে ধরা দেবেন বিক্রম?

Vikram Chatterjee: ফেলুদা ব্যোমকেশের ভিড়ে আসছে কিরীটী, নতুন গোয়েন্দা হয়ে ধরা দেবেন বিক্রম?

নতুন গোয়েন্দা হয়ে ধরা দেবেন বিক্রম?

Vikram Chatterjee: টলিউডে ফের নতুন গোয়েন্দা আসছে! ব্যোমকেশ, একেন, ফেলুদার ভিড়ে এবার নতুন কিরীটি পেতে চলেছে বাংলা? আর নাম ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়?

গোটা টলিউড জুড়ে এখন কেবলই গোয়েন্দাদের ভিড়। কখনও ফেলুদা, কখনও ব্যোমকেশ, কখনও আবার মিতিন মাসি বা একেন। আর এত শত গোয়েন্দাদের ভিড়ে নভেলের পাতা থেকে আরও এক গোয়েন্দা এবার আবার সেলুলয়েডের পর্দায় উঠে আসতে চলেছে বলেই খবর। জানা যাচ্ছে কিরীটী নাকি আবার পর্দায় ফিরছেন। তবে এবার আর ইন্দ্রনীল সেনগুপ্ত নয়। অন্য কেউ। কে? টলিউডের অন্দরের গুজব অনুযায়ী সেই ব্যক্তি হলেন বিক্রম চট্টোপাধ্যায়।

কিরীটী চরিত্রটিকে এর আগেও বড় পর্দায় দেখা গিয়েছে। কিন্তু তখন এই চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছিলেন। কিন্তু যেহেতু গত বছর থেকে তিনি ফেলুদা হিসেবে ধরা দিয়েছেন তাই এবার নতুন কিরীটীর খোঁজ পড়েছে। আর সেই নতুন কিরীটী খুঁজতে গিয়েই অফার গিয়েছে বিক্রমের কাছে।

নীহাররঞ্জন গুপ্তর লেখা নভেল বা তৈরি চরিত্র কিরীটীকে নিয়ে ২০১৮ সালে মুক্তি পায় ‘নীলাচলে কিরীটী’। সেই সিনেমা পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ দত্ত। প্রযোজনার দায়িত্বে ছিল ক্যামেলিয়া প্রোডাকশন। মাঝে একটা ছোট্ট বিরতি দিয়ে ক্যামেলিয়া প্রোডাকশন নাকি আবার কিরীটীকে পর্দায় ফেরাতে তোড়জোড় শুরু করেছে। আর এবার নতুন কিরীটী হয়ে ধরা দিতে পারেন বিক্রম। ইতিমধ্যেই তাঁর কাছে ফোন গেছে বলেই ইন্ডাস্ট্রির অন্দরের খবর।

আরও পড়ুন: 'অমর সঙ্গী'দের জীবনে ঝড়! বিক্রমের সঙ্গে জুটি বেঁধে হাল ধরতে পারবেন কি সোহিনী? 

আরও পড়ুন: সিরিয়াল কিলারকে ধরতে তৎপর বিক্রম, স্বস্তিকার সহায়তায় ফাঁস হবে কি মেডিক্যাল স্ক্যামের পর্দা

তবে এই কিরীটীর পরিচালনাও অনিন্দ্য বিকাশ সামলাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনের তরফে আপাতত তিনটি নতুন ছবি এবং দুটি সিরিজ নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু এখন সবটাই প্রাথমিক স্তরে আছে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী এই পাঁচটি মধ্যে একটি পরিচালনা করবেন অরিন্দম শীল। আর অরিন্দম শীল মানেই এখন সবটাই একটাই জিনিস বোঝেন থ্রিলার ছবি বা সিরিজ। এবং তার সঙ্গে অবশ্যই গোয়েন্দা চরিত্র। তবে কি তিনিই এবার কিরীটীর পরিচালনা করবেন? সেটা এখনও জানা যায়নি। কিন্তু যদি সব প্ল্যান মাফিক এগোয় তাহলে বিক্রমকে ক্যামেলিয়া প্রোডাকশনের দুটি সিরিজে দেখা যাবে। আর সেগুলো ফ্রাইডে নামক একটি আসন্ন OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

আরও পড়ুন: আট বছরে একটুও বদলায়নি বিক্রম, হঠাৎ কেন বললেন শোলাঙ্কি

এই বিষয়ে বলে রাখা ভালো বিক্রম চট্টোপাধ্যায় এখন একটার পর একটা ছবিতে কাজ করে চলেছেন। তাঁকে কয়েক মাস আগেই ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিটি বক্স অফিসে রীতিমত হিট করে। এরপরই শোনা যায় তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একটি নতুন থ্রিলার ছবি নিয়ে আসছেন। সেই ছবির লুক প্রকাশ্যে এসেছে। এছাড়া তিনি সদ্যই ‘কে প্রথম কাছে এসেছি’ ছবিতেও কাজ করেছেন। সেটার শুটিংও শেষ হয়েছে। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটিও এখন মুক্তির অপেক্ষায়। অন্যদিকে তিনি সদ্যই দিব্য চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা ছবি ‘অমর সঙ্গী’র শুট শুর করলেন।

বায়োস্কোপ খবর

Latest News

জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা ISSF বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা? কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন ইশান! কী বলছে নেটপাড়া? 'ইটস টাইম ফর কলকাতা, গেট ওয়েল সুন কলকাতা…’ RG-করের প্রতিবাদে গান লিখলেন শ্রুতি টিফিনে বিরিয়ানি, তুমুল ঝগড়া, স্কুল বদলাতে হবে ছাত্রকে, মকুব করা হল বকেয়া ফি দলীপে ব্যাজবল রুতুরাজ-ইশানদের, পরপর দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি বাবা ইন্দ্রজিৎ-এর বাংলাদেশে বিএনপি নেতার হাত থেকে 'দখলমুক্ত' সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের, দুর্গাপুজোয় আধুনিক অ্যাপ মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.