আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি 'লাভ ম্যারেজ', তার আগে শনিবার কালীঘাটের মন্দিরে পুজো দিলেন টলিপাড়ার এই তারকা জুটি। কালীঘাটে পুজো দিতে যাওয়ার আগে থেকে মন্দিরে ঢোকা, পুজো দেওয়া সবটাই অনুরাগীদের জন্য লাইভ করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
ফেসবুকের দেওয়ালে অঙ্কুশের পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় তিনি ও ঐন্দ্রিলা পায়ে হেঁয়ে মন্দিরে চত্ত্বরে পৌঁছোন, সংলগ্ন দোকান থেকে পুজোর উপকরণ কিনে তারপর মন্দিরে ঢোকেন তাঁরা। এদিন অঙ্কুশ পরেছিলেন কালো প্যান্ট ও লাল পাঞ্জাবি, আর ঐন্দ্রিলা পরেছিলেন লাল সাদা গাউন। কালীঘাটে আসার আগেই গাড়িতে বসে সাজু -গুজুর কারণ জানিয়েছিলেন অঙ্কুশ। পরে মন্দিরে পৌঁছে ফের লাইভ করেন। মন্দিরে ঢোকার সময় সেখানে জল পরে থাকায় মাঝে একবার পা পিছলে যায় অঙ্কুশের, তবে তাঁকে ধরে নেন দেহরক্ষী। শেষপর্যন্ত মন্দিরের ভিতরে ঢুকে পুজো দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
আরও পড়ুন-শ্যুটিং সেটে অনুপম খের-কে ডিম ধোসা বানিয়ে খাওয়ালেন অনুরাগ বসু, কেমন ছিল স্বাদ?
আরও পড়ুন-‘সাকসেস পার্টিতে রানিই আমায় ডেকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন’, জানালেন অনির্বাণ
'লাভ ম্যারেজ' মুক্তির আগে জোর কদমেই প্রচার পর্ব চালাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। শনিবার ভোর রাতেই মুম্বইয়ে ছবির প্রচার সেরে ফিরেছেন এই তারকা জুটি। তাই এদিন সকালে কিছুটা ঘুম চোখেই কালীঘাটে পৌঁছেছিলেন বলে জানান তাঁরা। ছবির নির্মাতাদের তরফে কিছুদিন আগেই 'ঠাকুমার আদর' নামে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়, কথামত জয়ী প্রতিযোগীর বাড়িতে ঠাকুমার সঙ্গে দেখা করতে দুর্গাপুরে গিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখানে মন ভরে পেটপুজো করতে দেখা যায় এই জুটিকে। ঠাকুমার আদরও খান তাঁরা। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অঙ্কুশ।
'লাভ ম্যারেজ'-এর ট্রেলারে দেখা গিয়েছে পাত্রের বাবার সঙ্গে পরকীয়া করছেন পাত্রীর মা, আর তা ঘিরেই যত গোলযোগ। ছবিতে অঙ্কুশের বাবার ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে, আর ঐন্দ্রিলার মায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য।