ডিম দিয়ে ধোসা, খেয়েছেন কখনও? এমন ধোসা খাওয়ার সুযোগ না মিললে এখনই তা চাক্ষুস করতে পারেন। আবার দেখে শিখেও নিতে পারেন। ডিম দিয়ে ধোসা বানাতে দেখা গেল পরিচালক অনুরাগ বসুকে। 'মেট্রো…ইন দিনো'-র শ্যুটিং সেটে এমন ধোসা বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম খের।
অনুপম খের যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে অনুরাগ বসুকে ধোসা বানানোর গরম চাটুর মধ্যে প্রথমে চালগুড়ি বাটার প্রলেপ দিতে দেখা যায়। তারপর তার মধ্যে ডিম দেন অনুরাগ। পরে পেঁয়াজ কুচি, টমাটো কুচি, সহ আরও বেশকিছু উপকরণ দিতে দেখা য়ায়, সঙ্গে ছড়িয়ে দেন স্বাদ মতো নুন। ভিডিয়ো করার সময় সেটের সকলকে চুপ থাকতে বলেন অনুপম খের। যাতে পুরো প্রক্রিয়াটা ঠিকভাবে বর্ণনা করতে পারেন পরিচালক অনুরাগ বসু। সব শেষে ক্যামেরা ঘুরিয়ে অনুপম খের দেখান শ্যুটিং সেটে অনুরাগের রান্না দেখতে কীভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন সমস্ত কলা কুশলীরা।
আরও পড়ুন-‘সাকসেস পার্টিতে রানিই আমায় ডেকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন’, জানালেন অনির্বাণ
ভিডিয়ো পোস্ট করে অনুপম খের লিখেছেন, ‘আজকের ব্রেকিং নিউজ: #MetroInDino-এর সেটে অনুরাগ বসু অনুপম খেরের জন্য ডিমের ধোসা তৈরি করছেন। দেখুন.... শিখুন..... এটা খান... এবং মজা করুন!! ডিম ধোসা খেয়ে অনুরাগের প্রশংসা করলেন অনুপম। তিনি তাঁকে ছবিতে একটি ভাল ভূমিকা দিয়েছেন এবং প্লেটে ধোসাটিও দুর্দান্ত ছিল। হাহাহাহাহা! যে কোন কিছু ঘটতে পারে। হ্যালো অনুরাগ বাবু!!’ সঙ্গে হাসি, থাম্বস আপ এবং লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অনুপম খের।
অনুপম খেরের এই পোস্টের নিচে একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।’ অন্য একজন বলেছেন, ‘এই অসাধারণ মানুষ দুটিকে ভালোবাসুন।’ কারোর কথায় ‘উভয়েই জিনিয়াস... ওঁরা যাই করুক না কেন, ভালো লাগে।’
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুরাগ বসুর ছবি 'লাইফ ইন এ মেট্রো।' তারই সিক্যুয়েল হিসেবে আসছে 'মেট্রো... ইন দিনো।' ছবিতে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের এবং নীনা গুপ্তার মতো অভিনেতারা। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।