দিন কয়েক আগেই পর্দায় গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। ‘ধুলোকণা’ সিরিয়ালের পর এবার বাস্তবে বিয়ে করলেন অভিনেতা। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-এ দিন প্রেমিকা ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে সই-সাবুদ করে বিয়ে সারলেন তিনি।
২০২২ এর শুরু থেকেই একের পর এক সুখবর দিচ্ছেন মৈনাক। ফেসবুক পোস্টে ‘জাস্ট ম্যারেড’ ক্যাপশন দিয়ে নিজেদের ভালোবাসার দিনটা আরও রঙিন করে তুললেন নব দম্পতি। অভিনয় দুনিয়ার কেউ নন, মৈনাকের স্ত্রী ঐশ্বর্য চৌধুরী পেশায় গাড়ির ডিজাইনার। থাকেন মুম্বইতে। বছর কয়েক আগে কলকাতায় এসেছিলেন দুর্গাপুজোয়। তখনই প্রথম দেখা মৈনাকের সঙ্গে। এরপরই বন্ধুত্ব থেকে প্রেম। এবার নতুন জীবনে পা রাখতেই নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি।

আগামী ১৮ই ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা। করোনা আবহে সবরকম বিধিনিষেধ মেনেই হবে বিয়ের সামাজিক অনুষ্ঠান হবে। হিন্দু রীতি মেনে চার হাত এক হবে দু'জনের। শুক্রবার তাই বিয়ে, আপ্যায়ন একসঙ্গে হবে। ঐশ্বর্য মুম্বইনিবাসী হলেও তাঁর পরিবার এখানেই থাকে।
ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল মৈনাকের। কাজ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে তেমন ভাবে কথা বলতে পছন্দ করেন না এই অভিনেতা। ‘বরবাদ’, ‘নায়িকার মতো’, ‘চুপকথা’, ‘মিসম্যাচ’, ‘ঠাকুরমার ঝুলি’, ‘জজমেন্ট ডে’-এর মতো একাধিক ওয়েব সিরিজ় ও বাংলা ছবির পরিচিত মুখ মৈনাক। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘বাবা, বেবি ও’। ছবিতে অভিনয়ের জন্য দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘ধুলোকণা’ ধারাবাহিকে তানের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে।