বাংলা নিউজ > বায়োস্কোপ > অভিনয় কেরিয়ার সামলেই পিএইচডি! ‘জুন আন্টি’ ঊষসীর নয়া কীর্তি

অভিনয় কেরিয়ার সামলেই পিএইচডি! ‘জুন আন্টি’ ঊষসীর নয়া কীর্তি

সাবাশ (ছবি-ফেসবুক)

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির ডিগ্রী অর্জনের দোরগোড়ায় ঊষসী চক্রবর্তী। তাঁর গবেষণার বিষয় ছিল ‘রাজনীতিতে লিঙ্গবৈষম্য’।

নতুন পালক অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর মুকুটে। হ্যাঁ, এই টলি অভিনেত্রী যা করে দেখিয়েছেন তাঁকে বেনজির কীর্তিও বলা চলে। অভিনয় কেরিয়ার সামনে পিএইচডির ডিগ্রী অর্জন কি চাড্ডিখানি কথা! একেবারেই নয়। তবে সেই কাজটাই সাফল্যের সঙ্গে করে দেখাতে চলেছেন ছোটপর্দার ‘জুন আন্টি’। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির ডিগ্রী অর্জনের দোরগোড়ায় ঊষসী। তাঁর গবেষণার বিষয় ছিল ‘রাজনীতিতে লিঙ্গবৈষম্য’। হ্যাঁ, বাম নেতা শ্যামল চক্রবর্তীর সুযোগ্য কন্যা তাঁর গবেষণার বিষয় হিসাবে বেছেছিলেন এমনই একটি বিষয়। সত্যি মেয়েরা কি সামন সুযোগ পায় রাজনীতিতে? নাকি তথাকথিক পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় রাজনীতির ক্ষেত্রে সুযোগের বিষয়ে এগিয়ে থাকে ছেলেরা। এই নিয়েই গত পাঁচ বছর ধরে বিস্তর গবেষণা চালিয়েছেন ঊষসী। আর সম্প্রতি সেই থিসিস পেপার তিনি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। 

অভিনেত্রীর কথায়, শ্রীময়ীর শ্যুটিংয়ের ফাঁকেও মেক আপ রুমে বসে থিসিস পেপার লিখতেন তিনি। এমনকি প্রয়োজনে শ্যুটিংয়ের কাজ থেকে ছুটি নিয়ে গবেষণার জন্য ফিল্ড ওয়ার্কও করেছেন। তবে অন্য সময় অবশ্য শ্যুটিংয়ের কাজটা এক নাগাড়ে শেষ করে সামলে দিয়েছেন। এইভাবে দিনের পর দিন ব্যালেন্স করে শ্যুটিং আর পিএইচডি সামলেছেন ঊষসী।

এই উপলব্ধির মাঝও হালকা মন খারাপ অভিনেত্রীর। কারণ মেয়ের এই পিএইচি সম্পন্ন করবার কাজটা দেখে যেতে পারলেন না শ্যামল চক্রবর্তী। অগস্ট মাসের শুরুতেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন সিটু নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী।

রবিবার ফেসবুকের দেওয়ালে তাই বাবার কথা স্মরণ করে ঊষসী লিখলেন-

'খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি এক দেড় মাস। গত এক বছর নানা সময়ে বাবা জানতে চেয়েছেন কবে থিসিস জমা দেব। উত্তর দিতে পারিনি। তখনও কাজ শেষ হয়নি। তারপর মার্চ মাস থেকে লক ডাউন। অনিশ্চিত হয়ে ছিল ভবিষ্যত। কবে ইউনিভারসিটি খুলবে, কবে জমা দেব কেউ বলতে পারত না। জুলাই মাসে যখন শুনলাম অনলাইন জমা হচ্ছে বললাম ‘একটা মাস একটু সুস্থ থাক বাবা। সেপ্টেম্বরে জমা দেব ’। বললেন ওরে ‘বাবা সেপ্টেম্বর মানে তো এখনও দু মাস।অনেক দেরী’।

অনেক মানে ঠিক কতোটা ? অনেক মানে কি আসলে কোনওদিনও না ? সারা জীবন এ প্রশ্নের উত্তর মিলবে না।

৬ই অগস্ট বাবা চলে যাওয়ার দিন সত্যিই ভবিনি সময় মত জমা দিতে পারব। তবু দেখলাম, চরম ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যেও অবিচল থাকার শিক্ষা নিজের অজান্তেই কোথাও একটা প্রোথিত হয়ে গেছে। খুব মুল্যবান এই শিক্ষা। যারা পাশে ছিলেন ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না'।

পিএইচডির ডিগ্রী লাভের দোরগোড়ায় দাঁড়িয়ে উচ্ছ্বসিত ঊষসী নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও একটা গুরুত্বপূর্ন টিপস দিয়েছেন। অভিনেত্রী বলেন- ‘নতুন প্রজন্মের শিল্পীদের বলতে চাই পড়াশোনার সঙ্গে অভিনয়ের কোনও বিরোধ নেই। দুটোই একসঙ্গে চালানো যেতে পারে’।

বায়োস্কোপ খবর

Latest News

গ্রিন লাইনে চালু হল নয়া ব্যবস্থার 'ট্রায়াল রান', পালটাবে কলকাতার মেট্রো পরিষেবা একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে ধোনি পছন্দের, তবে T20 WC-এর আগে জাদেজার উপদেশ‌ের জন্য মুখিয়ে আমেরিকার নিসর্গ রবির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! শুনেছেন কি? যদি না-শুনে থাকেন, এখান থেকেই বাজিয়ে নিন শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন যাত্রীদের জন্য সুখবর, নয়া পরিষেবা চালু রেলের কবে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস, এই দিনটি তাৎপর্য কী বউ নাতাশার সন্তান প্রসবের অপেক্ষা! পাপারাজ্জিদের যন্ত্রণায় মেজাজ হারালেন বরুণ লর্ডস, ওভালের মতো ধর্মশালায় বসানো হয়েছে হাইব্রিড পিচ, এর সুবিধেগুলি কী? ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল T20 WC-এর জন্য চমকহীন দল ঘোষণা আয়ারল্যান্ডের, অধিনায়কের দায়িত্বে পল স্টার্লিং

Latest IPL News

মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.