অসুস্থ অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। অসুস্থতা এতটাই গুরুতর, যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সায়ন্তনীকে। পুজোয় দিব্যি পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল সায়ন্তনীকে। পুজো শেষ হতেই হঠাৎ কী হল তাঁর?
জানা যাচ্ছে, জ্বরে আক্রান্ত সায়ন্তনী। শুক্রবার নিজের ইনস্টাস্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের হাতের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে স্যালাইন চলতে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে এভাবে দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। নিজের অসুস্থতা নিয়ে সায়ন্তনী আনন্দবাজারকে জানিয়েছেন, ‘জ্বর কমছিল না কিছুতেই, তাই বৃহস্পতিবার রাতে বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ডেঙ্গি টেস্ট করার পর শুক্রবার আমার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তাই বিশ্রামে আছি।’ সায়ন্তনী জানান, ওষুধ খাওয়ার পরও ৪ ঘণ্টা পরে ফের জ্বর চলে আসছে। সঙ্গে, মাথায় গায়ে প্রচণ্ড ব্যথা। চিকিৎসকরাও বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত বলে জানান সায়ন্তনী।
আরও পড়ুন-দীপাবলিতে আসছে সলমনের টাইগার থ্রি, কবে থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স বুকিং?
আরও পড়ুন-অবিকল কুমার শানু! গানও গান তাঁরই মতো, Indian Idolএ হাজির কে এই গায়ক?, চমকে গেলেন শ্রেয়া
এর আগে পরিচালক রাজর্ষি দে-র 'মায়া' ছবিতে দেখা গিয়েছে সায়ন্তনী গুহ ঠাকুরতাকে। এছাড়াও বহু বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ন্তনী দে। 'কিরণমালা', ‘সাত ভাই চম্পা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ন্তনী। এছাড়াও 'জলে জঙ্গলে', 'উমা', 'আমি সায়রাবানু', ‘কে তুমি নন্দিনী’, ‘এক যে ছিল রাজা’ ‘কে তুমি নন্দিনী’ সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী। তেলুগু ছবি ‘চিকাটি গাদিলো চিতাকটডু’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন সায়ন্তনী।