বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohini Sarkar: শোভনের সঙ্গে গিয়েছিলেন বন্ধুর বিয়েতে, সেখানে গিয়েই বিয়ের প্রস্তাব পেলেন সোহিনী

Sohini Sarkar: শোভনের সঙ্গে গিয়েছিলেন বন্ধুর বিয়েতে, সেখানে গিয়েই বিয়ের প্রস্তাব পেলেন সোহিনী

সোহিনীকে বিয়ের প্রস্তাব

মেরুন ভেলভেটের ব্লাউজের সঙ্গে পরেছিলেন তামাটে সোনালি রঙা শাড়ি, মাথায় সিঁথি করে খোঁপা বেঁধেছেন, কানে ভারী দুল ও নাকে নোলক, লিপস্টিক লাগানো ঠোঁটে লেগে হাসি। সম্প্রতি বন্ধুর বিয়েতে এভাবেই সেজেগুজে হাজির হয়েছিলেন সোহিনী সরকার। সেখানে গিয়েই পেলেন বিয়ের প্রস্তাব…

পরনে মেরুন ভেলভেটের ব্লাউজ, আর তামাটে সোনালি রঙা শাড়ি, মাথায় সিঁথি করে খোঁপা বেঁধেছেন, কানে ভারী দুল ও নাকে নোলক, লিপস্টিক লাগানো ঠোঁটে লেগে হাসি। সম্প্রতি বন্ধুর বিয়েতে এভাবেই সেজেগুজে হাজির হয়েছিলেন সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ে বাড়ির সাজুগুজুর ছবি পোস্ট করেছেন সোহিনী, তবে তাতে তাঁর কনে বন্ধুর মুখ দেখা যায়নি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সোহিনীর এই পোস্টজুড়ে তাই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আর তাতেই সোহিনীর রূপে মুগ্ধ এক নেটিজেন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। লিখেছেন, ‘বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে।’ কেউ আবার সোহিনীর উদ্দেশ্যে লিখেছেন, ‘বন্ধু বলে বন্ধুর মুখ ঢেকে দিয়ে নিজেরটা দেখবার মানে হয় না। বিয়েটা একটা বিশেষ দিন, সেখানে বন্ধুর সঙ্গেই ছবি দিন নাহলে একা নিজের ছবি দিন। একজনের বিশেষ দিনে উপস্থিত থেকে তারই মুখ চেপে দিয়ে ছবি পোস্ট করাটা বড্ড বেমানান।’ কারোর কটাক্ষ, 'বন্ধুর বিয়েতে বন্ধুরই মুখ ঢেকে দিলেন! এ কেমন বন্ধু আপনি!' এমনই অজস্র কমেন্ট উঠে এসেছে সোহিনীর পোস্টে।'

আরও পড়ুন-এত্ত ঝগড়া, তারপরেও ভিকি বাদ পড়তেই কেঁদে ভাসালেন অঙ্কিতা! নেটপাড়া বলছে, ‘মানুষটাই আসলে নকল’

তবে সোহিনী তাঁর এই বন্ধুর বিয়েতে একা যাননি, তাঁর সঙ্গে গিয়েছিলেন 'বিশেষ বন্ধু' শোভন গঙ্গোপাধ্যায়। বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে বন্ধু শোভনের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন সোহিনী সরকার। যদিও এবিষয়ে তাঁরা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে এই বিয়েতে শোভন যে সোহিনীর সঙ্গে গিয়েছিলেন তা তিনি নিজেই ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন। সেখানে সোহিনীর পাশে কালো পাঞ্জাবিতে দেখা গিয়েছে শোভনকে। আর সেই ছবি দেখেই অনেকে মনে করছেন, তাহলে কি শোভন সোহিনীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন?

<p>শোভন-সোহিনী</p>

শোভন-সোহিনী

ব্যক্তিগত জীবনে এক সময় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মাখোমাখো প্রেম ছিল শোভনের, বহুদিন জমিয়ে প্রেমপর্ব চলার পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে ডেট করেছেন গায়ক। তবে স্বস্তিকার সঙ্গেও সম্পর্ক টেকেনি বেশিদিন। যদিও প্রেম নিয়ে বরাবরই খোলামেলা শোভন, কোনও সম্পর্কই কখনও লুকিয়ে রাখেননি। এদিকে শোভনের মতো মাস কয়েক আগেই ব্রেকআপ (২০২২ সালে) হয়েছে সোহিনীর। রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ ইন সম্পর্কে ইতি টেনে এখন শোভনের সুরে মোহিত নায়িকা। আর গত বেশ মাসকয়েক ধরেই দুজনের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই। দুজনে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন, যদিও সেসময় ছবি দিয়েছিলেন আলাদা আলাদা করে। তবে সেই ছবিতে একে অপরের উপস্থিতি ছিল স্পষ্ট।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? ১৭ সেপ্টেম্বরের রাশিফল দেখে নিন কর্মের দেবতা বিশ্বকর্মা, তাঁর পুজোয় বন্ধুকে পাঠান পুজোর শুভেচ্ছা বার্তা সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির কেমন কাটবে আজ? রইল ১৭ সেপ্টেম্বরের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.