বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditi Munshi: বর তৃণমূলের ‘হেভি ওয়েট’ নেতা, তিনি বিধায়ক-গায়িকা, এখনও প্রেমপ্রস্তাব পান অদিতি?

Aditi Munshi: বর তৃণমূলের ‘হেভি ওয়েট’ নেতা, তিনি বিধায়ক-গায়িকা, এখনও প্রেমপ্রস্তাব পান অদিতি?

এখনও কি বিয়ের প্রস্তাব আসে অদিতি মুন্সির কাছে?

২০১৮ সালে তৃণমূল নেতা দেবরাজকে বিয়ে করেন গায়িকা অদিতি মুন্সি। তারপর পা রাখেন রাজনীতিতে। বর্তমানে রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিধায়ক তিনি। 

মিষ্টি হাসি, লক্ষ্মী ঠাকুরের মতো ছোটখাটো চেহারার অদিতি মুন্সি পাকাপোক্ত জায়গা করে আছেন বাংলার মানুষের মনে। যদিও গায়িকা হিসেবে তাঁর আরও একটা পরিচয় রয়েছে, তিনি তৃণমূল দলের বিধায়ক। তবে রাজনীতি উপেক্ষা করেই অদিতির কীর্তনের সুরে ভাসতেই বেশি পছন্দ করেন মানুষ। বিভোর হয় তাঁর কীর্তন গানের সুরে। বিয়ে হয়ে গিয়েছে সেই ২০১৮ সালে। এখনও কি এই মিষ্টি মেয়েটির কাছে আসে বিয়ের প্রস্তাব?

অদিতির স্বামীও কিন্তু হেভিওয়েট তৃণমূল নেতা। তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় গায়িকার ২০১৮ সালে। দলের মধ্যে বেশ ভালো অবস্থান দেবরাজ, মমতার ভাইপো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি আছে তাঁর। 

আরও পড়ুন: ‘তুমি আমার পুনম পান্ডে…’, নতুন গান চন্দ্রবিন্দুর, মিশে গেল গীত গোবিন্দর সঙ্গে

বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল অদিতি আর দেবরাজের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অদিতিকে বিধায়ক পদের প্রার্থী হওয়ার টিকিট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিধায়ক তিনি। 

এত মিষ্টি গায়িকার গানেই কি সবাই মুগ্ধ হয়, রূপে হয় না? আসে নাকি বিয়ের প্রস্তাব? টিভিনাইনে দিলেন জবাব। একটু যেন আঁতকেই উঠেছিলেন তিনি। জবাব দেন, ‘হ্যাঁ-অ্যা… কী বলছেন, তখন আসেনি, এখন আসবে… দূর-দূরান্তে সম্ভাবনাই নেই কোনও।’ এই তখন বলতে, খুব সম্ভবত কুমারী সময়েরই কথা বলছিলেন। 

আরও পড়ুন: গায়ে বোনের লাল ড্রেস! অভিনয়ে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য, কাজ করছেন সব্যসাচীর সঙ্গে

২০২৩-এর ৩০ নভেম্বর অদিতি আর দেবরাজের রাজারহাটের বাড়ি-তে তল্লাশি চালিয়েছিল সিবিআই। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছিল সেই কাজ। এমনকী, এরপর দেবরাজকে সঙ্গে নিয়ে সিবিআই অফিসাররা গিয়েছিল অদিতির গানের স্টুডিয়োতেও। 

আরও পড়ুন: মারধর করতেন সলমন! অতীত নিয়ে প্রশ্নে ঐশ্বর্য উঠলেন ফুঁসে, থমথমে পরিস্থিতি

কিছুদিন আগে আবার অদিতির মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল। সেই সময় হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে গায়িকা জানিয়েছিলেন, ‘এই প্রথম হয়ত লাইভে এসে আমায় একথা বলতে হচ্ছে যে আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমি গান গাইছি। আমার বাড়িতে তো সকলে চিন্তুত হয়ে পড়েছিলেন, আমি বললাম, যাঁরা আনন্দ পাচ্ছে, তারা এসব করছে। আমরা যেমন গান গেয়ে, কৃষ্ণনাম নিয়ে আনন্দ পাই…’

বায়োস্কোপ খবর

Latest News

হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের! জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মুগ্ধ জহর সরকার, পাঠালেন বার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.