বলিউডের এই মামা-ভাগ্নের ঝগড়া বহুদিনের! গোবিন্দা ও তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কথা বলছিলাম। দীর্ঘ ৭ বছরের পারিবারিক ঝগড়া, এরপর এই প্রথম মামা গোবিন্দাকে ট্যাগ করে সোশ্যালে পোস্ট করলেন অভিনেতা, কৌতুকশিল্পী ক্রুষ্ণা অভিষেক। ক্রুষ্ণার অকপট স্বীকারোক্ত, হয়ত আগেই তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্যে মামা গোবিন্দার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে পারতেন।
সম্প্রতি একটি নাচের ভিডিয়ো শেয়ার করে ক্রুষ্ণা অভিষেক বলেন, ‘ছোটবেলা থেকেই নাচ আমার নেশা ছিল। যখন সেটে আমার মামার সঙ্গে ঘুরতে যেতাম এবং ওঁকে নাচতে দেখতাম ও অভিনয় করতে দেখতাম তখনই এটা আমার পছন্দ ছিল। আজ সেটেও আমিও এই একই জিনিস করতে পছন্দ করি।’ একথা লিখে গোবিন্দা হিরো নম্বর-ওয়ানকে ট্যাগ করেছেন ক্রুষ্ণা।
আরও পড়ুন-ছেলে কোলে সোহম, সদ্যোজাতর ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেতা?
আরও পড়ুন-হর্ষবর্ধন রানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রাক্তন সানজিদা, অবশেষে মুখ খুললেন আমির আলি
আরও পড়ুন-ইচ্ছা করেই বিজয় সেদিন.., বাধ্য হয়ে বারবার চুমু খেতে হয়! দেখে এগিয়ে আসেন অজয়: কাশ্মীরা
এপ্রসঙ্গে ক্রুষ্ণা অভিষেক বলেন, 'নাচের ভিডিওটি তার আবেগকে জাগিয়ে তুলেছে। এবং ভাবতে বাধ্য করেছে যে আমি 'মামু'র থেকে অনেক কিছু শিখেছি। উনি (মামু) তাতে প্রতিক্রিয়া দিন বা না দিন, আমি ভিডিয়োটি ওঁকে ট্যাগ করতে চেয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের এই ঝগড়া যেন এখানেই শেষ হয়। সময় পেরিয়ে যাচ্ছে, আমি চাই এবার সব মিটে যাক। মামাকে ভালবাসি, যতই মতবিরোধ হোক, আমার মতো করে পরিবারে কেউ ওঁকে সম্মান দেয় না।'
ক্রুষ্ণা বলেন, ‘যেখানে ভালোবাস, সেখানেই আসলে ঝগড়া হয়। অনেক হয়েছে এবার এটা এখনই শেষ হওয়া উচিত। আমি আমার মামীকেও (গোবিন্দের স্ত্রী - সুনিতা আহুজা) ভালোবাসি। উনিও আমার জন্য অনেক কিছু করেছেন। উনি আমার কাছে মায়ের মতো। সন্তানের কথা খারাপ লাগলে মাওতো রেগে যান। আমি শুধু ওঁর সঙ্গে দেখা-ই করতে চাই না, রাগ ভাঙাতেও চাই।’
গোবিন্দার সঙ্গে কি তাঁর দেখা হয়েছে? এ প্রশ্নে ক্রুষ্ণা অভিষেক বলেন, ‘আমরা দুজনেই ব্যস্ত, তাই দেখা হয়নি। শেষবার দেখা হয়েছিল ৪-৫ বছর আগে দুবাইতে। তখন সেই দৃশ্য এক্কেবারে সিনেমার মতোই ছিল। একটা মলে ওঁকে দেখে আমি চিৎকার করে উঠি। উনি খুশি হয়ে বলেন, আরে এই তো আমার ছেলেটা…। সামনে দেখা হলে আমাদের মধ্যে আর ঝগড়া থাকে না। ’
সাতবছর আগে ক্রুষ্ণা অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর সন্তান জন্মের পর মামা গোবিন্দা বা মামী সুনিতা কেউই তাঁদের দেখতে যাননি। এরপর গোবিন্দা ভাগ্নেকে একবার মিথ্যাবাদী বলেছিলেন। এরপর প্রকাশ্যে গোবিন্দার স্ত্রী সুনীতার অভিযোগ করে, ক্রুষ্ণা অভিষেক তাঁর মামার হাত ধরেই কেরিয়ার গড়েছেন। অথচ পিছনে তাঁদের বিরুদ্ধে নানান কথা বলে বেড়ান। সাফ জানান, তিনি ক্রুষ্ণা আর তাঁর স্ত্রী কাশ্মীরার সঙ্গে সম্পর্ক আর রাখবেন না। নিজের থেকে আর কিছু ঠিক করতেও যাবেন না। এরপরই মামা-ভাগ্নের সম্পর্ক ক্রমশ অবনতি হয়।