গদর-২ সফল, তাই এবার বর্ডার-২ আনার পরিকল্পনা করছেন সানি দেওল। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা যাচ্ছে, বর্ডার-২ প্রযোজনা করবেন জেপি দত্ত, যিনি ১৯৯৭ সালে ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন। জানা যাচ্ছে, সানি দেওল ছাড়াও বর্ডার-২ বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা দেখা যেতে পারে বলে খবর। খুব শীঘ্রই নাকি ‘বর্ডার ২’-র কথা আনুষ্ঠানিক ঘোষণা হবে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছিলেন রাখী, কুলভূষণ খারবান্দা এবং পুনীত ইসার। এটি ছিল ৯০ এর দশকের সবথেকে বড় ব্লকবাস্টার।
আরও পড়ুন-Amitabh-Shahrukh-Gauri: কথা রাখেননি শাহরুখ, অনুরোধ সত্ত্বেও আসেননি গৌরী: অমিতাভ বচ্চন
আরও পড়ুন-Sushmita Sen: খারাপ প্রভাব পড়বে, ওঁকে বাচ্চাদের কাছে নিয়ে যাবেন না, এমনও শুনেছি: সুস্মিতা
আরও পডুন-Deepika Got Angry: 'এখানে ঢোকার অনুমতি নেই', মেজাজ হারিয়ে চেঁচামেচি জুড়লেন দীপিকা
পিঙ্কভিলা সূত্রে খবর, গত ২-৩ বছর ধরেই বর্ডারের সিক্যুয়াল তৈরি চেষ্টা চলছিল। এটা নিয়ে জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তের মধ্যে আলোচনাও চলছিল। তবে গদর ২ সফল হতেই শেষপর্যন্ত বর্ডার ২ আনার পরিকল্পনা সফল হতে চলেছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল বর্ডার। তবে বর্ডার-২তে কোন যুদ্ধের গল্প বলা হবে তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের মনে আগ্রহ জাগবে। শোনা যাচ্ছে বর্ডার-২ তে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটেই এমন একটি গল্প বলা হবে, যা এখনও পর্দায় বলা হয়নি।
সূত্রের খবর বর্ডার-২ একটা দারুণ অ্যাকশন ছবি হতে চলেছে। এই ছবিতে মূলত তরুণ প্রজন্মের অভিনেতাদেরই নাকি নেওয়া হবে। বর্ডার-এর পুরনো টিম থেকে থাকবেন শুধু একা সানি দেওল। তবে ছবিতে কোন অভিনেতাদের নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি। এদিরে শেষ পাওয়া খবর অনুসারে সানি দেওলের গদর-২ ব্যবসা ৩০০ কোটি পার করে ফেলেছে।