শাহরুখ বলেছিলেন, গৌরীকে জানাবেন, তবে শাহরুখ-গৌরী কেউই নাকি কথা রাখেননি। 'কৌন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চলক হিসাবে টেলিভিশনের পর্দায় ফিরেই এমনই অভিযোগ এনেছেন অমিতাভ বচ্চন। বুধবার, KBC-15 হটসিটে কপিল দেব নামে এক প্রতিযোগীকে স্বাগত জানিয়ে, তাঁর সঙ্গে আলাপচারিতার সময়ই এমন মন্তব্য করেন বিগ বি।
শাহরুখ-গৌরীকে নিয়ে ঠিক কী অভিযোগ করেছেন অমিতাভ বচ্চন?
KBC-15-এর প্রতিযোগী কপিল দেবের সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে শাহরুখ-গৌরীর কথা। অমিতাভ বলেন, তিনি সম্প্রতি SRK এর শঙ্গে শুটিং করছেন। সেখানেই শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখে বেশ মুগ্ধ হয়ে যান, সেটি ভীষণই সুন্দর। বচ্চন বলেন, সেখানে একটা টিভি, চেয়ার, স্লাইডিং দরজা, মেক আপের আলাদা জায়গা এবং এমনকি একটি বাথরুমও রয়েছে। শাহরুখ তাঁকে বলেছিলেন যে গৌরী সেটার ডিজাইন করেছেন। এমনকি শাহরুখ নাকি বলেছিলেন যে ‘আমি গৌরীকে বলব আপনার ভ্যানিটি ভ্যানটির ডিজাইনও যাতে ও করে দেয়।’ তবে অমিতাভ হাসতে হাসতে বলেন, ‘কিন্তু এখনও পর্যন্ত গৌরীর দেখা মেলেনি।’
আরও পড়ুন-খারাপ প্রভাব পড়বে, ওঁকে বাচ্চাদের কাছে নিয়ে যাবেন না, এমনও শুনেছি: সুস্মিতা
অমিতাভ বচ্চনকে ওই প্রতিযোগী প্রশ্ন করেন, তিনি কীভাবে তাঁর এমন সুন্দর দাঁড়িটি মেইনটেইন করে চলেছেন? অমিাতাভের কথায়, ‘আমাকে এইভাবে আমার দাড়ি বজায় রাখার জন্যই যেন তৈরি করা হয়েছে। একসময় আমি নিজেকে নিজেই আয়নায় দেখেছি এবং এই স্টাইলটি শেষপর্যন্ত আমার পছন্দ হয়েছে। আর তখন থেকেই এই দাড়ি রাখছি। এছাড়াও বয়স বাড়ার সঙ্গে এমন অনেক জিনিস তৈরি হয়, যেমন মুখে ডবল চিন, বলিরেখা তৈরি হয়। আমি বুঝতে পেরেছিলাম এই দাড়ি ডাবল চিবুক লুকিয়ে রাখতে সাহায্য করে এবং আমাকে বলি-মুক্ত রাখে। তারপর থেকেই আমি এই স্টাইলটি চালিয়ে নিয়ে চলেছি। শুধু সময়ে সময়ে এটি ট্রিম করে নি।’
এদিকে এদিন কপিল দেব নামে ওই প্রতিযোগীর উত্তর সঠিক না বেঠিক তা নিয়ে অমিতাভের ধোঁয়াশা তৈরি করলে, বিগ বি-কে বিশেষ পরামর্শ দেন ওই প্রতিযোগী। বলেন, ‘স্যার, আপনি কোনও হার্টের রোগীর সঙ্গে এটি করবেন না অন্যথায় তিনি হট সিট থেকে সোজা হাসপাতালের বিছানায় পৌঁছে যাবেন’। এমন মন্তব্যে বিব্রত অমিতাভ হেসে পরিস্থিতি সামাল দেন।