দুর্ভাগ্যজনক! টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হল এক কৃষি বিশেষজ্ঞের। দূরদর্শনের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন তিনি। শুক্রবার, এমনই দুঃখজনক ঘটনা ঘটে কেরলে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি কেরলের কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ছিলেন, নাম আনি এস দাস, তাঁর বয়স মাত্র ৫৯ বছর।
পুলিশ জানিয়েছেন, কৃষি বিশেষজ্ঞ হিসাবে আনি প্রায়ই সরকারি চ্য়ানেলের অনুষ্ঠানে হাজির হতেন। শুক্রবারও কেরলের দূরদর্শনে কৃষি দর্শন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ।
চ্যানেল কর্তৃপক্ষা জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই স্টুডিওতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে দ্রুত স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তখন তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-প্রেমে ডুবে অপর্ণা-অঞ্জন! ফ্রেমবন্দি হতেই একে অপরকে বললেন 'এই রাত তোমার আমার'