প্রথম ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নিয়েছেন অহনা দত্ত। তাঁকে বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে দেখা যাচ্ছে। ডান্স বাংলা ডান্সে যোগ দেওয়ার পরই তিনি এই সুযোগ পান। আর এখানে কাজ করতে এসেই প্রেমে পড়েন অনুরাগের ছোঁয়ার মেকআপ আর্টিস্ট দীপঙ্করের। তবে তাঁদের এই সম্পর্ক মোটেই মানতে চাননি অভিনেত্রীর মা।
দীপঙ্কর এবং অহনার সম্পর্ক
অহনা সবে মাত্র ২০ -তে পা দিল। অন্যদিকে দীপঙ্করের বয়স ৩৪। একে তো বয়সের বিস্তর ফারাক তার উপর দীপঙ্করের আগে একটি বিয়ে ছিল, যা টেকেনি। ফলে ডিভোর্সি একজন ছেলের সঙ্গে মেয়ে প্রেম করুক চাননি অহনার মা। সেই নিয়ে ঝামেলা, অশান্তি এবং তিক্ততা। বর্তমানে দীপঙ্করের সঙ্গেই থাকেন অভিনেত্রী। মানে লিভ ইন করেন। তবে তাঁর জীবনের প্রথম চুমু ছিল কার জন্য? কাকে চুমু খেয়েছিলেন? ভ্যালেন্টাইন্স ডের আগে সেই স্মৃতি মনে করলেন অহনা।
আরও পড়ুন: রুহ বাবা কার্তিকের মুখোমুখি জোড়া পেত্নী! বিদ্যার পর ভুল ভুলাইয়া ৩-এ যুক্ত হলেন কোন অভিনেত্রী?
সম্প্রতি টিভি৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন দীপঙ্কর যখন তাঁকে চুমু খান তখন নাকি তাঁর পেটে প্রজাপতি খেলে বেড়ায়! তবে দীপঙ্কর কিন্তু মোটেই অহনার প্রথম প্রেম নন। এর আগেও তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। সেই প্রেমিককেও চুমু খেয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তবে আগের প্রেমিককে যতই চুমু খেয়ে থাকুন না কেন, দীপঙ্করকে খাওয়া চুমুকেই তিনি তাঁর প্রেমের চুমু বলে মনে করেন।
কোথায় দীপঙ্করকে প্রথম চুমু খান অহনা?
নিজেদের সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে অনুরাগের ছোঁয়ার মিশকা জানান, 'গত বছর বন্ধুরা মিলে সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম। তখন আমাদের একে অন্যকে ভালো লাগত, কিন্তু প্রেমে পড়িনি। সম্পর্কও তৈরি হয়নি। আমি আর ও সমুদ্র সৈকতে বসেছিলাম। তখন সূর্যাস্তের সময়। ঢেউ এসে তটে আছড়ে পড়ছিল। তখনই আমরা একে অন্যকে প্রথম চুমু খেয়েছিলাম। দুজনের মধ্যেই যেন একটা শিহরণ খেলে গিয়েছিল।'
আরও পড়ুন: 'নরম দিয়ে হচ্ছে না, শক্ত চাই', ভ্যালেন্টাইন্স ডেতে নেহার থেকে কী আবদার করলেন অঙ্গদ?
নিজেদের সম্পর্ক নিয়ে কখনই বিশেষ রাখঢাক করেননি। এবার চুমুর মতো ব্যক্তিগত কথা আড়াল করতে হবে বলে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। ফলে ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ কিস ডের দিন সেই বিশেষ স্মৃতি তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে।