বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন বচ্চন পরিবারের অন্দরে নাকি চিড় ধরেছে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি বচ্চন পরিবারের সম্পর্কে ফাটল ধরেছে। এবার বচ্চন বাড়ির দীপাবলি উদযাপনে যোগ দেননি ঐশ্বর্য। ওই দিনই তিনি মেয়েকে নিয়ে শহর ছাড়েন। আর তখন থেকেই ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিকে এই গুঞ্জন উসকে দিয়েছে আরও একটি ঘটনা। ইদানিং শ্বশুরবাড়ির থেকে বাপেরবাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন ঐশ্বর্য। আর তাতেই এই জল্পনায় ঘৃতাহুতি পড়েছে।
তবে সমস্যাটা ঠিক কী নিয়ে তা স্পষ্ট নয়। বচ্চন পরিবারের সমস্যা, কোনও জটিলতা কোনওদিনই সেভাবে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। এক্ষেত্রেও তাই সকলেই চুপ। তবে আপাতত মা বৃন্দা রাইয়ের কাছেই রয়েছেন ঐশ্বর্য। 'রাই' সুন্দরীর সঙ্গে রয়েছে তাঁর মেয়ে আরাধ্যাও। ঐশ্বর্য তাঁর মায়ের কাছে গিয়েছিলেন প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই-এর জন্মদিন পালন করতে। সেই সেলিব্রেশনেও ঐশ্বর্য আর আরাধ্যাকেই দেখা গিয়েছে। ছিলেন না অভিষেক। আর তারপর থেকে মায়ের কাছেই রয়েছেন ঐশ্বর্য।
আরও পড়ুন-'মাকে হারিয়েছি, দেখা করতে টাইম ট্রাভেল করতে চাই', ১১ বছরের প্রতিযোগীর কথায় বাকরুদ্ধ Big B
এদিকে বেশকিছুদিন আগে ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে তাঁর জন্মদিনে বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানতে দেখা যায়নি। শুধু শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। সেটাও ছিল নেহাতই শুকনো শুভেচ্ছা। এদিকে আবার অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে অ্যাশ পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেন। এমনকি আরাধ্যার ১৩তম জন্মদিনেও বচ্চন বাড়ির কাউকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়নি। পোস্ট করেননি আরাধ্যার টেকস্যাভি ঠাকুরদা অমিতাভ বচ্চনও। তখনই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল।
এখানেই শেষ নয়, সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়া একাই গিয়েছিলেন ঐশ্বর্য। তারও আগে প্যারিস ফ্যাশান উইকের র্যাম্পে হাঁটেন ঐশ্বর্য। আবার সেই একই শোয়ের র্যাম্পে হাঁটেন শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নব্যা নভেলিও। হাজির ছিলেন শ্বেতা ও জায়। তবে তাঁদের ঐশ্বর্যর সঙ্গে দেখা যায়নি। এমনকি শ্বেতা সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও ঐশ্বর্যকে ট্যাগ করেননি। এমনই একের পর ঘটনাতেই ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কে চিড় ধরার খবর ছড়িয়ে পড়ে। তবে সমস্যা যাই হোক, ঐশ্বর্য আপাতত মায়ের কাছেই রয়েছেন, সেখবর পাক্কা।