তখনও বলিউডে পা রাখেননি। প্রথমবার Koffee With Karan-এর কাউচে বসেই কার্তিকের প্রতি ভালোলাগার কথা জানিয়েছিলেন সারা আলি খান। এরপর বলিউডে পা রেখে কার্তিকের সঙ্গে বেশকিছুদিন চুপিচুপি প্রেমও করেছেন সইফ কন্যা। তবে সে সম্পর্ক টেকে নি। যদিও সম্পর্কে থাকার সময় কিংবা প্রেম ভাঙা নিয়েও কার্তিক বা সারা কখনও এর আগে মুখ খোলেননি। তবে এবার Koffee With Karan-এর ৮ সিজনে এসে প্রথমবার কার্তিকের সঙ্গে সম্পর্ক, প্রেম ভাঙার বিষয়ে মুখ খোলেন সারা আলি খান।
এদিকে সারা তাঁকে নিয়ে প্রকাশ্যে কথা বলার পর তাঁর উপর বেজায় বিরক্ত কার্তিক আরিয়ান। কিন্তু ঠিক কী বলেছেন কার্তিক?
কার্তিক আরিয়ান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় সম্পর্ক যদি দুই ব্যক্তির হয়, তাহলে সেটা নিয়ে একজনের এভাবে কথা বলা উচিত নয়। সকলেরই সম্পর্ককে সম্মান করা উচিত।’
কার্তিক বলেন, ‘আমি আমার এই সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে কোনও কথা বলিনি। আমার সঙ্গীর থেকেও আমি সেটাই আশা করব। সম্পর্ক নিয়ে কারোরই কোনও কথা বলা উচিত নয়, যদি সম্পর্ক না টেকে তাহলেও নয়। কারণ, যখন আপনি কারোর সঙ্গে সম্পর্কে থাকবেন, তখন তো অন্তত কল্পনাও করতে পারেন না, যে সেই সম্পর্কটা থাকবে না। আমি মনে করি, দুজনেরই সেই মুহূর্তগুলি সম্মান করা উচিত। তাই আপনি যখন সেই সম্পর্ক নিয়ে কথা বলবেন, এমন নয় যে সামনে থাকা মানুষটিকে নিয়েই লোক ভাববেন, লোক দুজনকে নিয়েই কথা বলবেন।’
আরও পড়ুন-আচমকাই অসুস্থ, বাতিল হল একাধিক শো, কিন্তু কী হয়েছে অদিতি মুন্সীর?
এদিকে সারা-কার্তিকের পুরনো সম্পর্ক নিয়ে কথা শুরু হতেই এক রেডিট ব্যবহারকারী একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে সারা-কার্তিক দুজনকেই একটি গল্ফ কার্টে বসে থাকতে দেখা যায়। তাঁদের দেখে মনে হয়, তাঁদের তুমুল ঝগড়া হচ্ছিল। সারা গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং অঝোরে কাঁদতে থাকেন। নেটপাড়ার অনেকে সারাকে বিচলিত হতে দেখেন, তবে কার্তিক তাঁকে শান্ত করার চেষ্টাও করেননি।
ভিডিয়োটি দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে….
https://www.reddit.com/r/BollyBlindsNGossip/comments/12rh8yw/video_of_sarakartik_fighting_during_love_aaj_kal/
প্রসঙ্গত কফি উইথ করণে সারাকে প্রশ্ন করা হয়েছিল, কার্তিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেও বন্ধুত্ব রাখাটা কতটা সহজ? উত্তরে সারা বলেন, ‘আমি এর উত্তরে হ্যাঁ বলতে চাই না। এটা সবই সহজ কারণ তখন এটা ওটার চেয়ে একটু বেশি তুচ্ছ মনে হয়। তবে এটা সবসময় সহজ হয় না। আপনি যখন কারোর সঙ্গে জড়িয়ে পড়েন, তা বন্ধুই হোক বা পেশাগতভাবে, কিংবা রোম্যান্টিকভাবে, বিশেষ করে যদি সেটা আমি হই, আমি জড়িত যাই এবং সময় কাটাই। আমার কাছে এটা এমন নয় যে, 'ওহ ঠিক আছে, এটা আসলে কোনও ব্যাপারই না, আজ যাই হোক, কাল যাই হোক না কেন'। এটা ঠিক এমন হয়না। এটা আপনাকে প্রভাবিত করবেই। তবে শেষ পর্যন্ত আপনাকে এর বাইরে বের হতেই হবে।’