বক্স অফিসে তেমন সাড়া পায়নি অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’ ছবিটি। কিন্তু কেন? এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা স্বয়ং। এই ছবিটি কিছুদিন আগে ওটিটিতে মুক্তি পেয়েছে। আরও একবার ছবিটি সুযোগ পেল দর্শকদের মন জয় করে নেওয়ার জন্য। মোটের ওপর ভালো প্রতিক্রিয়া এসেছে ওটিটি-র দর্শকদের থেকে। এতেই খুশি অজয়। কারণ ছবিটির সঙ্গে তাঁর ব্যক্তিগত স্বার্থ প্রত্যক্ষ ভাবে জড়িয়ে। ছবিটির পরিচালনা অভিনেতা নিজেই করেছিলেন। শুধু তাই নয়। তাঁর প্রযোজনা সংস্থা অজয় দেবগণ ফিল্মস এই ছবির প্রযোজনা করেছিল।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অজয় ছাড়াও অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংকে দেখা গিয়েছিল। এই ছবিতে দেখা গিয়েছিল একটি ফ্লাইটের অস্বাভাবিক অবতরণ এবং তারপর সেই প্লেনের দায়িত্বে থাকা বিমানচালককে নিয়ে হওয়া তদন্তের ঘটনা।
ছবিটি যেদিন মুক্তি পেয়েছিল সেদিন এটি মাত্র ৩ কোটি টাকা রোজগার করেছিল বক্স অফিসে। ২০১০ সালে অতিথি ‘তুম কব জাওগে’-র পর অজয়ের কোনও ছবি সেই প্রথমবার এত খারাপ ফল করেছিল।
রানওয়ে ৩৪ ছবিটির বিষয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি বেশ ভালো সাড়া পেয়েছে। দর্শকরাও প্রসংশা করেছে। ফলে আমি মনে করি সিনেমা নির্মাতা হিসেবে হয়তো আমি পুরোপুরি ব্যর্থ হইনি বা দর্শকদের সম্পূর্ণ আশাহত করিনি।' একই সঙ্গে তিনি জানান, ' তবে হ্যাঁ, ছবিটা বক্স অফিসে আরও একটু ভালো চললে ভালো লাগত। কিন্তু ওই যেমন আগেও বলেছি, আবারও বলছি, বক্স অফিসে ছবি কেমন ব্যবসা করল সেটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমি আরও একবার এই ছবিটিকে বড়পর্দায় নিয়ে আসতে চাই না সুযোগ পেলেও।'
তবে অজয় দেবগনের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃশ্যম ২’ বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। দর্শকদের থেকে দারুন প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ' বক্স অফিসে এই ছবি সত্যি খুব ভালো ফল করেছে। আমি খুব খুশি যে আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে এই ছবির এবং আশাতীত ব্যবসা করেছে ভারত এবং দেশের বাইরে। সত্যি বলতে এই ছবি নিয়ে আমি যেমন নিজের জন্য খুশি, তেমনই এই ছবির নির্মাতা সহ সমস্ত কলাকুশলীদের জন্যও দারুন খুশি।' তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে টাবু, অভিষেক পাঠক, অক্ষয় খান্না, রজত কাপুর, ঈশিতা দত্ত, প্রমুখের নাম উল্লেখ করেন। একই সঙ্গে অভিনেতাকে বলিউড বর্তমানে যে পরিস্থিতিতে মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ' আমাদের এখন এমন ছবি বানানো উচিত যা বক্স অফিসে ভালো রোজগার করবে, সাড়া পাবে। কারণ আমাদের এই বিনোদন জগতের অর্থনীতিকে সচল রাখতে হবে। মহামারীর পর খুব কম সংখ্যক ছবি বক্স অফিসে হিট করেছে। এটা ইন্ডাস্ট্রির জন্য ভয়ের বিষয়।'
আগামীতে অভিনেতাকে ‘ভোলা’ ছবিতে দেখা যাবে। বর্তমানে তিনি এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।