বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar in Gorkha: আনন্দ এল রাইয়ের গোর্খা থেকে সরে দাঁড়ালেন অক্ষয়, কারণ কি ফের স্ক্রিপ্ট?

Akshay Kumar in Gorkha: আনন্দ এল রাইয়ের গোর্খা থেকে সরে দাঁড়ালেন অক্ষয়, কারণ কি ফের স্ক্রিপ্ট?

‘গোর্খা’ থেকে সরে দাঁড়ালেন অক্ষয়

Akshay Kumar in Gorkha: আনন্দ এল রাইয়ের আগামী ছবি গোর্খা থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার। প্রাক্তন মেজর জেনারেল ইয়ান কারডোজোর জীবনের উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হচ্ছে।

আনন্দ এল রাইয়ের নতুন ছবি, ‘গোর্খা’ থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার। তিনি নিজেই এই ছবির কথা ঘোষণা করে ছিলেন। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে তিনি এই প্রজেক্ট থেকে সরে যেতে চান। ১৯৭১ সালের ভারত- পাক যুদ্ধের অন্যতম নায়ক মেজর জেনারেল ইয়ান কারডোজোর জীবনের উপর নির্ভর করে এই ছবিটি তৈরি হওয়ার কথা ছিল। ২০২১ সালের অক্টোবর মাসে এই ঘোষণা করা হয় ছবিটির বিষয়ে। কিন্তু তারপর আর তেমন কোনও আপডেট না পাওয়ায় ভক্তরা বারংবার জিজ্ঞেস করতে থাকে যে আদৌ এই প্রজেক্টটা হচ্ছে তো, নাকি পিছিয়ে গিয়েছে?

বর্তমানে এক সূত্র মারফত জানা গিয়েছে যে এই গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সন্দেহ দেখা দিচ্ছে। আর ঠিক সেই কারণেই এই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আক্কি। এই সূত্র জানিয়েছেন, 'বেশ কিছু প্রাক্তন সেনা অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যাঁরা মেজর জেনারেল কারডোজোর সঙ্গে সেই যুদ্ধে ছিলেন। তাঁরা এই ঘটনার সত্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। তাঁর ব্যাপারে যা জানা যায় সেটা কতটা সত্যি সেটা নিয়ে তাঁরা সন্দিহান!' অর্থাৎ ইয়ান কারডোজো যা জানিয়েছেন সেটা ঠিক নয় তাঁদের মতে।

শোনা যায়, মেজর জেনারেল কারডোজো ৭১ এর যুদ্ধের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে পায়ে গুরুতর আঘাত পান। তখন নিজেই একটি ছোরা দিয়ে নিজের পা বাদ দিয়ে দিয়ে দেন। গতবছরের অগস্ট মাসে ছবির বিষয় প্রশ্ন করা হলে আনন্দ এল রাই জানিয়েছিলেন যে তাঁরা বর্তমানে ছবিটি নিয়ে কাজ করছেন, একবার স্ক্রিপ্ট ফাইনাল হলে তাঁরা এটার শ্যুটিং শুরু করে দেবেন।

অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুখপাত্র জানিয়ে দেন তিনি এই ছবিটি সত্যি করছেন না। সরে গিয়েছেন এই ছবি থেকে। তবে এর থেকে বেশ তথ্য তিনি দেননি।

বন্ধ করুন