অক্ষয় কুমার বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবার ফিরে এলেন। প্রায় এক বছর আগে তিনি এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তুমুল সমালোচিত হয়েছিলেন। এবার সেসব কিছুকে পিছনে ফেলে তিনি আবারও নতুন করে এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করলেন। শাহরুখ খান এবং অজয় দেবগনের সঙ্গে তাঁকে দেখা গেল একটি নতুন বিজ্ঞাপনে।
বিমলের নতুন বিজ্ঞাপনে অক্ষয়
সেই নতুন বিজ্ঞাপনের ভিডিয়োতে শাহরুখ এবং অজয়কে গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে। এরপর তাঁরা অক্ষয়কে ডাকার জন্য গাড়ির হর্ন দেন। এদিকে অক্ষয়ের কানে হেডফোন! তিনি তো মিউজিকের শব্দের বাইরে কিছুই শুনতে পাচ্ছেন না। তাঁর কান পর্যন্ত শাহরুখ এবং অজয়ের ডাক পৌঁছচ্ছে না মোটেই। এরপরই অজয়কে পান মশলার প্যাকেট খুলতে দেখা যায়। তখন সেটার সুবাসে ফিরে তাকান অক্ষয়। সম্প্রতি এই তিন তারকার নতুন বিজ্ঞাপন দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: মিতিন মাসির প্রচার করতে গিয়ে টাইগার ৪ এর ঘোষণা করলেন সৃজিত! ব্যাপারটা ঠিক কী?
আরও পড়ুন: ত্রিশূল ভ্যানিশ! মহিষাসুর হাওয়া! ফোন করে কাকে খুঁজছেন 'দুর্গা' অপরাজিতা?
এক বছর আগে কী হয়েছিল?
২০২২ সালে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন অক্ষয়। বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে তাঁকে শুনতে হয় নানা কথা। তখন তিনি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে সেই ব্র্যান্ডের সঙ্গে নিজে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে দেন। তিনি তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'আমি আমার ভক্ত এবং শুভাকাঙ্খীদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের সবার মতামত গত কয়েকদিন আমার উপর দারুণ প্রভাব ফেলেছে। আমি আর কখনও তামাকের প্রচার করব না।' তখন সেই পোস্টেই জানান যে তিনি সেই বিজ্ঞাপন থেকে সরে যান এবং আগামীতে ভালো কিছুর হয়েই প্রচার করবেন বলে বলেন।
বর্তমানে অক্ষয়কে মিশন রানীগঞ্জ ছবিতে দেখা যাচ্ছে। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পাচ্ছে এই ছবি। তাঁর আগের ছবিটি অর্থাৎ OMG ২ বক্স অফিসে ১০০ কোটির বেশি ব্যবসা করেছিল।