পঞ্চমীর এর মাত্র ১০ দিন। পুজোর ছবি রিলিজেরও। ধীরে ধীরে এখন মণ্ডপে দেবীর আগমন চলছে, চলছে টুকটাক শেষ মুহূর্তের কাজ। আর অন্যদিকে চলছে ছবি প্রচারের শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার পুজোয় একসঙ্গে চার চারটি ছবি মুক্তি পেতে চলেছে। নিশ্চয় দিশেহারা হয়ে গিয়েছেন যে কবে কোন ছবি দেখবেন? কোনটা আগে দেখবেন আর কোনটা পরে? এসব কনফিউসন কাটাতে মাঠে নামলেন দশম অবতার ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একই সঙ্গে কথা বললেন টাইগার ৪ নিয়ে।
পুজো রিলিজ নিয়ে সৃজিত মুখোপাধ্যায়
এবার পুজোয় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার ছবিটি মুক্তি পেতে চলেছে। এখানে যিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা যাবে। অন্যদিকে আছে দেব অভিনীত এবং প্রযোজিত ছবি বাঘা যতীন। পিছিয়ে নেই অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসি। এখানে আবারও মিতিন মাসি হয়ে ধরা দেবেন কোয়েল মল্লিক। আর সঙ্গে আছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের রক্তবীজ। প্রধান ভূমিকায় এখানে আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
এই চায়ের লড়াই জমবে পুজোয়। তার আগেই সৃজিত বললেন, 'মিতিন মাসি, রক্তবীজ, বাঘা যতীন আর শেষে যদি টাইম থাকে দশম অবতার দেখবেন পুজোয়।' তাঁর সঙ্গে তালে তাল মেলান অরিন্দম শীল। বলেন, 'আমি প্রথম থেকেই বলছি এবার আটটা নয়টা ছবি নেই। ৪ টে ছবি আছে, ৪ টেই ভালো ছবি। সবগুলোই দেখুন।' এটার পরই টাইগার ৪ নিয়ে কথা বলতে শোনা যায় সৃজিতকে।
আরও পড়ুন: অরিন্দম শীলের ব্রাঞ্চ পার্টিতে হাজির সস্ত্রীক রাজ, শুভশ্রীকে জড়িয়ে আদুরে চুমু পরিচালকের
আরও পড়ুন: সুস্থ হয়েই বাজিমাত! পল্লবীর সঙ্গে জুটি বেঁধে দাদাগিরির পর্বে ছক্কা রুবেলের
টাইগার ৪ প্রসঙ্গে সৃজিত
সলমন খান অভিনীত একটি অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হল টাইগার। আগামী দীপাবলিতে টাইগার ৩ মুক্তি পাচ্ছে তার আগেই টাইগার ৪ এর কথা বললেন সৃজিত। তবে কি এবার এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি বাংলায় হবে? কী বললে। পরিচালক? সৃজিতের কথায়, 'আমরা হলাম বাঘ, চারজন বাঘ এবার একসঙ্গে আসছি। টাইগার ৪।' বলেই চোখ মেরে দেন তিনি। গোটাটাই যে মশকরা করে বলেন সেটা কারও বুঝতে বাকি থাকে না।
প্রসঙ্গত পুজোর চারটি ছবিই পঞ্চমীর দিন, ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে।