বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: জয় শ্রীরাম! জুতো খুলে ‘রাম নাম’ নিলেন অক্ষয় কুমার, নিমেষে মন জিতলেন নেটপাড়ার

‘রাম সেতু’ ইতিহাস না কল্পনা? এই সেতুর সঙ্গে জড়িয়ে থাকা সত্যের সন্ধানে পাহাড় চড়া থেকে শুরু করে সমুদ্রের গভীরে পৌঁছাতেও বাকি রাখছেন না অক্ষয় কুমার। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অক্ষয়ের আসন্ন ছবি ‘রাম সেতু’র গান ‘জয় শ্রী রাম’। এই ছবিতে আর্কিওলজিস্টের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। সুপ্রিম কোর্টে রাম সেতু ভেঙে ফেলবার আবেদন জানিয়েছে সরকার, আর রাম সেতু বাঁচানোর অভিযানে আকাশ-পাতাল এক করে দিচ্ছেন অক্ষয়।

আগামী ২৫শে অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। আপতত জোর কদমে ছবির প্রচার সারছেন আক্কি। বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির টাইটেল ট্র্যাকের লঞ্চে খিলাড়ি কুমার এমন কাণ্ড ঘটালেন যা মন জিতে নিয়েছে নেটপাড়ার। মঞ্চে উঠবার আগে জুতো খুলে ফেলতে দেখা গেল অক্ষয়, তারপর ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে নাচের তালে পা মেলালেন অভিনেতা। অক্ষয়ের এই আচরণে মুগ্ধ সকলে।

নিজের ইনস্টা হ্যান্ডলে রাম সেতুর টাইটেল ট্র্যাক শেয়ার করে অভিনেতা লেখেন,'দিওয়ালিতে আমাদের তরফ থেকে আপনাদের জন্য এসে গেল রাম সেতু ছবির টাইটেল ট্র্যাক। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে রাম সেতু।'

গানের দৃশ্যায়নে দেখা গেল কখনও গবেষণাগারে কর্মরত অক্ষয়, কখনও স্কুবা ডাইভিং করছেন, আবার কখনও সাবমেরিনে করে রাম-সেতুর অতীত ইতিহাস খুঁজে বেরাচ্ছেন। জয় শ্রী রাম গানটি গেয়েছেন বিক্রম মন্টরোজ এবং গানের কথা লিখেছেন শেখর অস্তিত্ব।

অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়াও দেখা মিলবে নুসরত ভারুচা, জ্যাকলিন ফার্নান্ডিজ, নাসের, এবং সত্যা দেবের।

আদৌ কি এটির কোনও ঐতিহাসিক গুরুত্ব আছে? নাকি পুরোটাই মহাকাব্যের গল্প? সেই নিয়ে অনেকে অনেক রকম মতামত দিয়েছেন। তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব অঞ্চলে রামনাথপুরাম জেলার একটি দ্বীপ পাম্বান (যা রামেশ্বরম নামেও পরিচিত)। এই দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের মান্নার দ্বীপ পর্যন্ত অগভীর চুনাপাথরের একটি সেতু চলে গিয়েছে সমুদ্রের নীচ দিয়ে। ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যে, একসময় এই সেতু ভারত আর শ্রীলঙ্কাকে জুড়ে রেখেছিল স্থলপথে। বাল্মীকি রচিত রামায়ণে এ সেতুর উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাবার পথে রামের বানর সেনা এই সেতু নির্মাণ করেছিল।

যুগ যুগ ধরে রাম সেতু একটা মিথ, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-গবেষণার শেষ নেই। তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র, সেই ধর্মীয় ভাবাবেগ কতটা স্পষ্টভাবে উঠে আসবে এই ছবিতে সেটাই দেখবার।

বন্ধ করুন