বাংলা নিউজ > বায়োস্কোপ > অক্ষয় খান্না: করণের পার্টিতে গেলে কি আমাকে ছবিতে কাজ দেবে?

অক্ষয় খান্না: করণের পার্টিতে গেলে কি আমাকে ছবিতে কাজ দেবে?

বক্স অফিসে অক্ষয়ের পরবর্তী ছবি সব কুশল মঙ্গল।

পেজ থ্রি পার্টি থেকে সবসময়ই দূরেই থাকেন বিনোদ খান্না পুত্র। পার্টিতে হাজির হলে, বিশিষ্টদের সঙ্গে ওঠা-বসা করলে কাজ মিলবে-ফিল্ম ইন্ডাস্ট্রির এই ফান্ডায় বিশ্বাসী নন অক্ষয় খান্না।
  • শীঘ্রই মুক্তি পাবে অক্ষয়ের পরবর্তী ছবি সব কুশল মঙ্গল। কমেডি ঘরানার এই ছবির সঙ্গে অভিষেক হচ্ছে পদ্মিনী কোলাপুরির পুত্র প্রিয়াঙ্ক শর্মা এবং রবি কিষাণ কন্যা রিভা কিষাণের।
  • দু’দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন অক্ষয় খান্না। তবে পেজ থ্রি পার্টি থেকে সবসময়ই দূরেই থাকেন বিনোদ খান্না পুত্র। পার্টিতে হাজির হলে, বিশিষ্টদের সঙ্গে ওঠা-বসা করলে কাজ মিলবে-ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধারণা বহুল প্রচলিত। তবে এই ধ্যান-ধারণায় একমদম বিশ্বাসী নন অক্ষয় খান্না। উদাহরণস্বরূপ তিনি করণ জোহরের পার্টির প্রসঙ্গ টেনে আনেন।

    নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেতা জানিয়েছেন, 'ধরুন আমি করণ জোহর আয়োজিত দশটা পার্টিতে গেলাম তাহলে কী আমাকে করণ ওঁর আগামী ছবিতে কাস্ট করবে? অবশ্যই করবে না। আমি মনে করি না, যদি কেউ আমাকে নিজের ছবির অংশ বানাতে চায় এবং আমি করণের পার্টিতে গেলাম না, তাহলে কী সে আমাকে নিজের ছবি থেকে বাদ দিয়ে দেবে? অবশ্যই নয়। এমনটা হতে পারে না'।

    ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি হিমালয় পুত্রর সঙ্গে রূপোলি দুনিয়ায় সফর শুরু করেছিলেন অক্ষয়। এরপর তাল, দিল চাহতা হে, হামরাজ, রেস-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না। বক্স অফিসে অভিনেতার শেষ ছবি ছিল সেকশন ৩৭৫, যেখানে রিচা চড্ডা এবং রাহুল ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছিলেন তারকা।

    শীঘ্রই মুক্তি পাবে তাঁর পরবর্তী ছবি সব কুশল মঙ্গল। কমেডি ঘরানার এই ছবির সঙ্গে অভিষেক হচ্ছে পদ্মিনী কোলাপুরির পুত্র প্রিয়াঙ্ক শর্মা এবং রবি কিষাণ কন্যা রিভা কিষাণের।

    হাঙ্গমা থেকে হলচল-অক্ষয়ের ফিল্মোগ্রাফিতে রয়েছে একাধিক কমেডি ছবি, কিন্তু গত কয়েক বছর এই জঁরের ছবিতে দেখা যায় নি অভিনেতাকে। কেন? ‘গত কয়েক বছর ধরে কমেডির নামে বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে যেগুলো ডবল মিনিং ডায়লগে ভরপুর।সেক্স কমেডির সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত থাকতে চাই না’, সাফ জবাব অভিনেতার।

    বন্ধ করুন