সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার তারই রেড কার্পেটে দেখা যায় আলিয়া ভাটকে। পাকিস্তানী তারকাদের সঙ্গে পোজ দিতে দেখা গেল তাঁকে। আবার একফাঁকে হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে পাক অভিনেত্রী মাহিরা খানের একটা ছবিও সামনে এসেছে।
শনিবার, জেদ্দার রিটজ-কার্লটনে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণে দেশবিদেশের বহু প্রথমসারির অভিনেতাকেই দেখা গিয়েছে। রেড কার্পেটে পাকিস্তানি অভিনেতা হুমায়ুন সাইদকেও দেখা গিয়েছে অ্যাড্রিয়েন ব্রডি, নিকোলাস কেজ, হেনরি গোল্ডিং এবং জোয়েল কিন্নামানের মতো সেলিব্রিটিদের সঙ্গে পোজ দিতে। একটা ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা গিয়েছে হুমায়ুন সাইদেরার স্ত্রী সামিনা হুমায়ুন সাইদকে। রেড কার্পেটে আলিয়াকে একটা ফ্লোরাল সিলভার গাউনে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরেকটি ছবিতে, পাকিস্তানি অভিনেতা মাহিরা খান হুমায়ুন সাইদ এবং অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে পোজ দিয়েছেন। জনি ডেপ, উইল স্মিথ, শ্যারন স্টোন, মিশেল উইলিয়ামস, ফ্রিদা পিন্টো, জোয়েল কিন্নামান, পাজ ভেগা এবং সোফিয়া ভারগারা সহ হলিউড অভিনেতারাও এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন।
পাক তারকাদের সঙ্গে আলিয়ার ছবি নিয়ে নেটপাড়ার প্রতিক্রিয়া
পাক সেলিব্রিটিদের সাথে আলিয়ার ছবির প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, ‘আমি আশা করি আহাদ (পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর) এবং আলিয়া একসঙ্গে একটা ছবি তুলত!!!!!" মাহিরার গ্রুপ ফটোতে আরেকজন মন্তব্য করেছেন, অ্যান্ড্রুর সঙ্গে মাহিরার একটা একক ছবি দরকার ছিল।’ কেউ লিখেছেন, ‘স্পাইডার-ম্যানের সঙ্গে মাহিরা (হার্টের চোখ এবং লাল হৃদয়ের ইমোজি)।’
এদিকে আলিয়া ছাড়াও রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকেও কয়েকদিন আগে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে দেখা গিয়েছে। আলিয়াকে, শেষবার ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে রণবীরের বিপরীতে দেখা গিয়েছিল। তাঁকে শীঘ্রই পরিচালক ভাসান বালার ‘জিগরা’তে দেখা যাবে। ছবিটি ২০২৪-এ মুক্তি পেতে চলেছে৷ এছাড়াও আলিয়ার কাছে পরিচালক ফারহান আখতারের পরবর্তী ‘জি লে জারা’তে দেখা যাবে।