বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt-Ranbir Kapoor: রণবীরের সঙ্গে সহবাস,বিয়ের আগেই প্রেগন্যান্ট! লিভ ইনের সিদ্ধান্ত নিয়ে জবাব আলিয়ার

Alia Bhatt-Ranbir Kapoor: রণবীরের সঙ্গে সহবাস,বিয়ের আগেই প্রেগন্যান্ট! লিভ ইনের সিদ্ধান্ত নিয়ে জবাব আলিয়ার

রণবীর-আলিয়া (PTI)

Alia Bhatt-Ranbir Kapoor: চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রণবীরকে বিয়ে করেন আলিয়া। সম্পর্কে সিলমোহর দেওয়ার বছর খানেকের মধ্যেই সহবাস শুরু করেছিলেন আলিয়া-রণবীর। কেন সেই সিদ্ধান্ত নেন? 

তাঁদের বয়সের ফারাক প্রায় ১১ বছরের। বলিউডের ‘ক্যাসিনোভা’ হিসাবে পরিচিত রণবীর কাপুর দীপিকা-ক্যাটরিনার মন ভেঙে সম্পর্কে জড়ান আলিয়ার সঙ্গে। পারিবারিক সম্পর্কের জেরে ছোট থেকেই রণবীর কাপুরকে চিনতেন আলিয়া। ১২ বছর বয়সে সঞ্জয় লীলা বনশালির এক ছবির কাজের সূত্রে আলাপ হয়েছিল দুজনের। যদিও সেই ছবির (বালিকা বধূ) কাজ এগোয়নি। 

একই ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে পরবর্তীকালে একাধিকবার দেখা-সাক্ষাৎ হয়েছে, তবে বন্ধুত্ব বেশিদূর গড়ায়নি দুজনের। কিন্তু ছবিটা বদলে যায় ২০১৭ সালে। তখন ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে আলিয়ার। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কাজের সূত্রে কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। 

২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর। করোনাকালের আগে বিয়ের ইঙ্গিতও দেন। কিন্তু কোভিড, ঋষি কাপুরের মৃত্যু—একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাঁদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক। কিন্তু বিয়ের অনেক আগে থেকেই রণবীরের সঙ্গে একত্রবাস করতেন আলিয়া। 

বিয়ের দেড় মাসের মাথায়, ২০২২-এর জুন মাসের শেষে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন আলিয়া। আর এই ঘোষণার মাত্র চার মাস পর (নভেম্বরে) ভূমিষ্ঠ হয় রণবীর-আলিয়ার সন্তান। বিয়ের ছ'মাস পর মা হন নায়িকা, অর্থাৎ আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই নিয়ে কম কটাক্ষের মুখ পড়তে হয়নি তাঁকে। সহবাস নিয়ে কী মত আলিয়ার? কেন বিয়ের আগে রণবীরের সঙ্গে এক ছাদের নীচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাহার মা। 

আলিয়ার মতে, লিভ-ইন করলে অনেকটা সময় দু'জনের একসঙ্গে কাটানো যায়। ফলে সঙ্গীকে বেশি ভালো করে চেনা যায়। সুন্দর সব স্মৃতি তৈরি হয়। তাঁর কথায়, 'একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকবে না? এ ভাবেই দু'জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।' তিনি আরও বলেন, 'আমরা বিয়ে করব ভেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু অতিমারি শুরু হল। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তার পর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।'

আপতত কেরিয়ার, সংসার, সন্তান—তিনটেই ব্যালেন্স করে চলছেন আলিয়া ভাট। আলিয়ার শেষ রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ও বক্স অফিসে ফাটাফাটি ব্যবসা করেছে। আগামিতে রাহার মা-কে দেখা যাবে ‘জিগরা’ ছবিতে। এই বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে ব্রহ্মাস্ত্রের পর বনশালির ছবিত ফের একসঙ্গে রণবীর-রাহা। ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ত্রিকোণ প্রেমের গল্পে থাকছেন রণবীরে প্রাক্তন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলও।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.