মা-দিদির সঙ্গে মলদ্বীপ ট্যুরে আলিয়া, ডিনার-বিচ পার্টির ছবি দেখলে চোখ জুড়োবে
১ মিনিটে পড়ুন . Updated: 19 Oct 2021, 10:20 AM IST- রইল আলিয়ার মলদ্বীপ ট্যুরের থেকে অদেখা ছবি।
মা এবং দিদির সঙ্গে সদ্য মলদ্বীপ থেকে ঘুরে এলেন অভিনেত্রী আলিয়া ভাট। মা সোনি রাজদান ওবং দিদি শাহিন ভাটের সঙ্গে মলদ্বীপ ট্যুর থেকে একাধিক ছবি শেয়ার করেন সোনি রাজদান। ট্রিপের একটিমাত্র ছবি শেয়ার করেছেন আলিয়া। অন্যদিকে সোনি রাজদান ইনস্টাগ্রাম রিল এবং ছবি শেয়ার করতে দেখা গেছে।
সোনি রাজদানের ইনস্টাগ্রাম রিল ভিডিয়োতে একাধিক ছবি কোলাজ করে দেখা যাচ্ছে। ডিনার টেবিলের খাবার থেকে মলদ্বীপ সমুদ্র সৈকতের বিচে আবহাওয়াকে উপভোগ করা, সমস্তটাই উঠে এসেছে ওই রিল ভিডিয়োতে।
অন্যদিকে বোনু আলিয়ার সঙ্গে মলদ্বীপ ট্যুর থেকে ছবি তুলে শেয়ার করেছেন শাহিন।
পরিবারের সঙ্গে ট্রিপের সপ্তাহখানেক আগে বয়ফ্রেন্ড রণবীর কাপুরের জন্মদিনে দুজনে রাজস্থান ট্রিপে গিয়েছিলেন। যোধপুরে জঙ্গলের মধ্যে এক বিলাসবহুল রিসর্টে ছিলেন দুজনে।
একগুচ্ছ প্রোজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়ার- আরআরআর, ডার্লিংস, গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি এবং ব্রক্ষ্মাস্ত্র। তিনি প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে জি লে জারা নামে একটি ছবির ঘোষণা করেছেন, যা পরিচালনা করবেন ফারহান আখতার।