1/5৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। তার আগে সিনেমার প্রচারে ব্যস্ত রণবীর কাপুর আর আলিয়া ভাট। এই প্রথম তাঁরা একসঙ্গে আসছেন বড় পরদায়। তাই ‘রালিয়া’ প্রেমীদের উৎসাহ যেন আরও একটু বেশি।
2/5প্রেগন্যান্সি ফ্যাশনে বেশ ভালোই নম্বর পাচ্ছেন আলিয়া। শুক্রবার যেমন তিনি দেখা দিলেন গোলাপি রঙের শির টপে। যার থেকে স্পষ্ট চোখে পড়ছে তাঁর বেবি বাম্প। টপের নীচে কালো রঙের ট্রাউজার। সঙ্গে স্টিলেটো।
3/5রণবীরের সঙ্গে নিজেকে বেশ হাসিমুখেই ফ্রেমবন্দি করলেন। কাপুর-নন্দনের মুখে হাসি যেন আর ধরছে না! হবে নাই বা কেন, জলদি যে তিনি বাবা হতে চলেছেন। প্রায় ৫ বছর প্রেমের পর ১৪ এপ্রিল বিয়ে করেন তাঁরা। আর আলিয়া মা হওয়ার খবর দেন জুন মাসে। শোনা যাচ্ছে নভেম্বরেই আসছে রণবীর-আলিয়ার সন্তান।
4/5যদিও বর্তমানে নেট-নাগরিকদের খানিক রোষ আছে আলিয়ার উপরে। কারণ দিনকয়েক আগে ট্রোলারদের চাঁচাছোলা জবাব দিয়েছেন তিনি। নেপোটিজম বিতর্কে আলিয়া বলেছেন, ‘আমি গঙ্গুবাইয়ের মতো ছবি উপহার দিয়েছি। যা হিট। তাহলে শেষ হাসি কে হাসছে? আমি অন্তত আমার পরের ছবি ফ্লপ না আসা অবধি হাসব। আর আমাকে ভালো না লাগলে আমার ছবি দেখবেন না। এর থেকে বেশিই আর কী বা বলার আছে আমার। মানুষের নিজের বক্তব্য থাকতেই পারে। আর আশা করি আমিও আমার কাজের মধ্যে দিয়ে বোঝাতে পারব আমি এই জায়গায় আসার জন্য কতটা যোগ্য।’
5/5আজকের সাজ ইনস্টাটেও শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘আলো আসছে খুব জলদি (মাত্র ২ সপ্তাহে)! ৯ সেপ্টেম্বর আসছে ব্রহ্মাস্ত্র।’ আলিয়ার এই ছবিতে নেহা ধুপিয়ে লিখলেন, ‘সুন্দর’! করিনা কাপুর লিখলেন, ‘উফফফ!!! তুমি তো এটাকে হেব্বি করে আপন করে নিয়েছ! লাভ ইউ’। রণবীরের বোন ঋদ্ধিমা লিখলেন, ‘গ্লো-বিউটি’। এত এত লাভ ইমোজি দিলেন দিয়া মির্জা, করিশ্মা কাপুর আর বিপাশা বসু। আলিয়ার বেস্ট ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন কাপুর লিখলেন, ‘ওএমজি! এই চেরি ব্লসমটা কে’!