জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠান অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। টানা তিন দিন ধরে চলবে। বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে। তাঁদের জন্য জামনগরে করা হয়েছে সমস্ত ভিভিআইপি আয়োজন। শুক্রবার রাতে হয়েছে ককটেল পার্টি। বলিউড তারকারা যোগ দিয়েছেন সেই পার্টিতে।
অনন্ত-রাধিকার পার্টিতে এসআরকে, আলিয়া, দীপিকা, করিনারা কেমন সেজেছেন
এ দিন শাহরুখ শার্ট ছাড়া একটি ব্লেজার এবং প্যান্ট পরেছিলেন। গলায় চেনও পরেছিলেন। আলিয়া ভাট ঝলমলে অফ-শোল্ডার পোশাক পরেছিলেন। মভ রঙের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা মিলেছে করিনা কাপুর খানের। আরও পড়ুন: বহু বছর পর আবার একসঙ্গে সুনীল ও দিয়া, ফিরবেন ধর্মা প্রোডাকশনের এই ছবি দিয়ে
দীপিকা এবং রণবীর কালো এবং সাদা পোশাক বেছে নিয়েছেন
এ দিন সাদা পোশাকে দেখা মেলে রণবীর সিংয়ের। কালো আউটফিটে গ্ল্যামারাস লুকে ধরা দেন দীপিকা পাড়ুকোন। সাদা-কালো লুকে ড্যাশিং দেখাচ্ছিল তাঁদের। নাতাশা পুনাওয়ালা একটি ঝলমলে রুপোলি পোশাক পরেছিলেন।
সইফ আলি খান ব্লেজার এবং প্যান্টের সঙ্গে বেগুনি রঙের শার্ট বেছে নিয়েছিলেন। ছেলে তৈমুর আলি খানকে সাদা শার্ট, টাই, কালো স্যুট এবং ট্রাউজারে দেখা মিলেছে। অজয় দেবগন এবং অক্ষয় কুমার উভয়ই কালো পোশাক বেছে নিয়েছিলেন।

আম্বানিদের বিয়েতে বলি সেলেবরা
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান
আম্বানি-পুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে জামনগরে। সচিন থেকে ধোনি, রণবীর কাপুর থেকে শাহরুখ খান, তারকাদের বড় একটা অংশ সামিল হয়েছেন সেই অনুষ্ঠানে। থাকছেন বলিউডের সমস্ত তারকা থেকে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরাও। আর ছেলের বিয়ে দিয়েই রেকর্ড গড়তে চলেছেন মুকেশ আম্বানি। ভারতের সবথেকে দামী বিয়ে হতে চলেছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে। আর আমজনতাও রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের ছবি দেখার জন্য আছেন মুখিয়ে।
অনন্ত রাধিকার সঙ্গীতে পারফর্ম করেছেন রিহানা। বৃহস্পতিবারই এই হলিউড পপ গায়িকা ও তাঁর টিম এসে হাজির হয় গুজরাটে। আপাতত এখানে রয়েছে সাইনা নেওয়াল,সস্ত্রীক সচীন, ধোনি, রণবীর কাপুর-আলিয়া ভাট, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানের গোটা পরিবার, সইফ করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে সঙ্গে সারা ও ইব্রাহিম, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি-সহ একাধিক তারকা। বচ্চন পরিবারও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেখানে।