জি বাংলার পর্দায় কিছুদিন হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক আলোর কোলে। এই ধারাবাহিকে উঠে এসেছে পুপুল বলে একটি শিশুর গল্প যার মা মারা গিয়েছে। বাবা একটু স্ট্রিক্ট। তাই বাবার সঙ্গে তার বিশেষ সদ্ভাব নেই। এদিকে মা মরে গিয়েও ছায়া হয়ে আছে মেয়ের সঙ্গে। তবুও সব বিপদ থেকে পারে না বাঁচাতে। এমন সময় গল্প কোন দিকে বাঁক নেয় বা নেবে সেটা নিয়েই এই ধারাবাহিক। আলোর কোলে ধারাবাহিকটির প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন। সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন জানালেন স্বীকৃতি মজুমদার এবং কৌশিক রায় অর্থাৎ এই ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা।
আলোর কোলে নিয়ে কী জানালেন স্বীকৃতি এবং কৌশিক?
এই ধারাবাহিকে পুপুলের চরিত্রে অভিনয় করছেন ঋষিতা নন্দী। তার মায়ের চরিত্রে আছেন স্বীকৃতি মজুমদার। পর্দার মেয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'অফস্ক্রিন মা মেয়ের সম্পর্ক যেমন হয় আমাদেরও তেমনই সম্পর্ক। আমার থেকে বেশি ও আমায় আদর করে। ও এত বেশি মিষ্টি যে একদিন দেখবেন আমি ওকে দত্তক নিয়ে নিয়েছি।' বলেই হেসে গড়িয়ে পড়েন স্বীকৃতি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে স্বীকৃতি বলেন, 'এই প্রোডাকশন হাউজে সবাই সবার কথা ভাবে। কেউ উঁচু, কেউ নিচু এই বিষয়টা কারও মধ্যেই নেই। বুম্বাদা নিজেও আমাদের সঙ্গে ভীষণ ভাবে ইনভলভড থাকেন।'
আরও পড়ুন: বিহার থেকে এবার লোকসভা ভোটে লড়ছেন মনোজ? প্রশ্ন উঠতেই তেলেবেগুনে জ্বলে কী জবাব দিলেন অভিনেতা?
এদিন প্রায় একই সুর শোনা যায় কৌশিক রায়ের কণ্ঠেও। তিনি এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, 'উনি (বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) এত বড় মাপের মানুষ। তাও আমাদের সব দিকে খেয়াল রাখেন। সব বিষয়ে উনি ভাইবোন স্বচ্ছ। ওঁর জন্যই যেন এটা আমাদের কাছে চ্যালেঞ্জের মতো যাতে এই ধারাবাহিক বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, সবার ভালো লাগে।'