আগামী ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে সানি দেওল, আমিশা প্যাটেলের বহু আলোচিত ছবি ‘গদর ২’। তার আগে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আমিশা। টুইটারে একগুচ্ছ টুইটে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বিষোদগার করেছেন অভিনেত্রী।
আমিশা প্যাটেলের অভিযোগটা ঠিক কী?
আমিশা লিখেছেন, ‘অনিলশর্মা প্রযোজনা সংস্থার কিছু ঘটনা নিয়ে অনুরাগীরা উদ্বিগ্ন, তারা জানতে চান মে মাসের শেষের দিকে চণ্ডীগড়ে গদর ২-এর শ্যুটিংয়ে ঠিক কী ঘটেছিল? মেকআপ শিল্পীদের মতো অনেক প্রযুক্তিবিদ, কস্টিউম ডিজাইনার এবং অন্যান্যরা অনিল শর্মা প্রোডাকশন থেকে তাঁদের ন্যায্য পারিশ্রমিক ও বকেয়া টাকা পাননি! তবে জি স্টুডিয়োজ পদক্ষেপ নিয়েছে এবং সমস্ত বকেয়া মিটিয়েছে, কারণ ওরা খুব পেশাদার কোম্পানি!’
আমিশা লিখেছেন, ‘হ্যাঁ বাসস্থান থেকে শুরু করে চণ্ডীগড় বিমানবন্দর থেকে যাতায়াত, শেষ দিনে খাবারের বিল বাকি রেখে দেওয়া হয়েছিল। এমনকি নির্দিষ্ট কিছু কলাকুশলীদের আটকে পড়েছিলেন, কারণ গাড়ি দেওয়া হয়নি! তবে এক্ষেত্রেও জি স্টুডিয়ো পদক্ষেপ নিয়েছে এবং অনিল শর্মা প্রোডাকশনের তৈরি করা এই সমস্যাগুলি সংশোধন করেছে!’
আরও একটি টুইটে আমিশা লিখেছেন, সিনেমার সঙ্গে যুক্ত সকলেই জানেন যে যে গদর 2-এর প্রযোজনা করছে অনিল শর্মা প্রোডাকশন হাউজ। যারা দুর্ভাগ্যবশত বহু ভুল করেছে কিন্তু জি স্টুডিয়ো সবক্ষেত্রেই সমস্যাগুলি মিটিয়েছে! তাঁদেরমধ্যে বিশেষ করে শারিক প্যাটেল, নীরজ যোশীকে এবং কবীর ঘোষ বিশেষ ধন্যবাদ!! এই জি টিমের শীর্ষস্থানীয়দের জন্য থাম্বস-আপ'।
আরও পড়ুন-শ্যুটিং ছেড়ে সকলকে ধোসা বানিয়ে খাওয়ালেন সোনু সুদ, ভিডিয়োতে রিয়াকে দেখে চটল নেটপাড়া
প্রসঙ্গত, অনিল শর্মা পরিচালিত গদর-২তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল, আমিশা প্যাটেল ও উৎকর্ষ শর্মা। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিতে আমিশাকে সাকিনার ভূমিকায় ও সানিকে তারা সিং-এর ভূমিকায় আরও একবার দেখা যাবে। গদর ২-এর প্রযোজনা করেছে জি স্টুডিও ও অনিল শর্মা প্রোডাকশন।