খাতায় কলমে আজও তাঁরা স্বামী-স্ত্রী। তবে ছাদ আলাদা হয়েছে চার মাস আগে। চার বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানার কথা গত জুন মাসেই প্রকাশ্যে আনেন নবনীতা। আইনি পথে এগিয়েই নিজেদের পথ আলাদা করে নিচ্ছেন এই দম্পতি, ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। সেপ্টেম্বরেই ডিভোর্স মামলায় চূড়ান্ত সিলমোহর পড়ার কথা। শুরুতে ‘বাচ্চা বউ’কে আজীবন আগলে রাখার কথা বললেও সময় যত গড়িয়েছে ততই তাঁদের সম্পর্কের তিক্ততার কথা প্রকাশ্যে এসেছে।
জিতু-নবনীতার সোশ্যাল মিডিয়ার পাতায় এখন জমা অভিমান, ক্ষোভ আর অভিযোগ। চলতি মাসের শুরু দিকে নবনীতার জন্মদিনে পুরোনো পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন জিতু। কিন্তু সেই পথে হাঁটলেন না নবনীতা। আজ, সোমবার জিতুর জন্মদিন, কিন্তু সোশ্যালে এখনও পর্যন্ত কোনও শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি নবনীতা। ওদিকে ফাটাফাটি সপ্তাহান্ত কার সঙ্গে কাটালেন ‘বিয়ের ফুল’-এর নায়িকা?
রবিবার ইনস্টাগ্রামের দেওয়ালে ডেনিম শর্টস আর সাদা টি-শার্টে ছবি দেন অভিনেত্রী। হোটলের ব্যালকনিতে তোলা নবনীতার এই ছবি। ক্যাপশনে লেখা- ‘উইকএন্ড হো তো এয়সি’। নবনীতার চর্চিত প্রেমিক স্নেহাল অধিকারীও এদিন একই লোকেশন থেকে ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। গোয়ার সেন্ট রেগিস হোটেল রুমের বারান্দা থেকে একের পর এক পোস্ট। যদিও সম্পর্ক তো দূরে থাক, পরস্পরের সঙ্গে বন্ধুত্ব নিয়েও এখনও স্পিকটি নট নবনীতা বা স্নেহাল। কিন্তু প্রেমের গুঞ্জন থেমে নেই!
এমনকি স্নেহালের পোস্টের ক্যাপশনও হুবহু এক নবনীতার সঙ্গে। তাঁর পোস্টের জ্বলজ্বল করেছে নবনীতার লাইক। কোনও মন্তব্য অবশ্য আসেনি। তাহলে এই মিল কি নেহাত কাকতালীয় নাকি সম্প্রতি একসঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন নবনীতা-স্নেহাল? জবাব অধরা। ছবিটি যে রবিবারের নয়, তা স্পষ্ট কারণ একই পোশাকে, একই লোকেশন থেকে সপ্তাহখানেক আগেও একটি ছবি দিয়ে ছিলেন নবনীতা। কিন্তু জিতুর জন্মদিনের ঠিক আগের দিন, উইকএন্ডে দারুণ সময় কাটানোর কথা জানিয়ে এই পোস্টের অর্থ কী? le
ডিভোর্সের ঘোষণা দেওয়ার পর অবশ্য নবনীতা ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন তৃতীয় কোনও ব্যক্তির জন্য নয় দু-জনের ইগোর সমস্যার জেরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত। এমনকি শ্রাবন্তীর সঙ্গে জিতুর নাম জুড়ে দেওয়ায় প্রতিবাদে মুখর হয়েছিলেন নবনীতা।
‘অর্ধাঙ্গিনী’ (২০১৮) ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল জিতু আর নবনীতার। সেইসময় নবনীতাই বিয়ের জন্য প্রপোজ করেছিল জিতুকে। পর্দার ঈশ্বরী-আয়ুশ প্রেম গড়ায় বাস্তবেও। তারপর বলা যায় চট মঙ্গনি, পট বিয়ে। ২০১৯ সালের ৬মে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের চার বছর হতে না হতেই, আলাদা হয়েছে পথ। ২৯ জুন বিয়ে ভাঙার পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক... ভালো থেকো জিতু কমল।’