আয়ুষ্মান খুরানা আরও একবার হাজির হয়ে গিয়েছেন তাঁর নতুন ছবির ট্রেলার নিয়ে। মুক্তি পেল অ্যান অ্যাকশন হিরো ছবির ট্রেলার। এই ছবিতে দেখা যাবে মিউনিসিপ্যাল কাউন্সিলরের ভাইকে খুন করার পর কী করে আয়ুষ্মান খুরানার জীবন পুরো ৩৬০ ডিগ্রি বদলে যায়। এই ছবিতেই এক ঝলক দেখা যাবে মালাইকা আরোরা খানকে। তিনি একটা স্পেশাল পারফরমেন্স করবেন এই ছবিতে, একটি গানে নাচতে দেখা যাবে অভিনেত্রীকে।
এই ছবির ট্রেলারটা শুরুই হচ্ছে একটি দুর্ধর্ষ সিন দিয়ে যেখানে দেখা যাচ্ছে জয়দীপের গাড়িকে ধাক্কা মারে আয়ুষ্মানের গাড়ি। এরপর আয়ুষ্মান বাঁচার জন্য লন্ডন পালিয়ে যান। কিন্তু পালালেই কি আর মুক্তি মেলে? শুরু হয় ধাওয়া করা। জয়দীপ পিছু নেয় আয়ুষ্মানের। এরই মাঝে একাধিক কনফিউসন তৈরি হয়ে যায়। গোটা ঘটনায় লন্ডনের পুলিশ জড়িয়ে পড়ে। এই ট্রেলারে বেশ কিছু ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য দেখা গিয়েছে। আর এই ট্রেলারে যেটা সব থেকে বেশি নজর কাড়ল সেটা হল জয়দীপের হরিয়ানভি টানে বলা ডায়লগ।
আয়ুষ্মান খুরানা এই সম্পর্কে বলেছেন, 'এটা একটা ছক ভাঙা ছবি আমার জন্য। আমি সাধারণত সামাজিক মেসেজ দেওয়া ছবি করি হাসির মোড়কে। কিন্তু এই ছবিতে পুরোটাই থ্রিলে ভরপুর। এই ছবিতে দেখা যাবে একজন সুপারস্টার যদি খুব সাধারণ পরিস্থিতিতে পড়েন তাহলে কী হতে পারে। বদলার গল্প তো ভীষণই চেনা, আর এই ছবিটা সেখানেই আলাদা। সুপারস্টার কী করে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করবেন সেটা দেখা যাবে এই ছবিতে।'
জয়দীপ, যাঁকে আমরা পাতাললোকেও দেখেছি তিনি এই ছবির বিষয় বলেন, তাঁর এই ছবির স্ক্রিপ্ট ভীষণ পছন্দ হয়েছে। তিনি জানান, 'এই ছবির কে নায়ক আর কে খলনায়ক সেটা ধরা যাবে না। প্রত্যেকের নিজের উদ্দেশ্য এবং কারণ আছে সে যা করছে তার জন্য।'
এই ছবিটির পরিচালনা করেছেন অনিরুদ্ধ আইয়ার। অনিরুদ্ধ এর আগে আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করেছেন তনু ওয়েডস মানু রিটার্নস, জিরো, ইত্যাদি ছবিতে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন নীরজ যাদব।