রবিবার ছিল সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে। ফলাফলের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিল বাংলার মানুষ। অনেকেই মনে মনে ভেবে রেখেছিলেন হয় স্নিগ্ধজিৎ নয় অনন্যা জিতবেন এবারে। যদিও ট্রফি জিতে নেন বাংলার আরেক মেয়ে, আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। দ্বিতীয় হন হুগলির মেয়ে সঞ্জনা বাগ। প্রথম তিনে নাম না থাকলেও বড় অফার অনন্যা চক্রবর্তীর হাতে। মঙ্গলবার যেন নিজের সোশ্যাল পোস্টে তাঁরই অভাস দিয়ে গেলেন তিনি।
অনন্যাকে দেখা গেল তাঁর নিজস্ব কোয়ার্কি স্টাইলেই। এক গাল হেসে ছবি তুলেছেন। তবে লক্ষ্য করার ব্যাপার হল অনন্যার মাথার ঠিক উপরেই হিমেশ রেশামিয়ার ছবি। আর হিমেশের স্টাইলেই দু'হাত ছড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।
অনন্যা ক্যাপশনে লিখেছেন, ‘একটা বড় ব্যাপার হতে চলেছে’। আর নিজের পোস্টে তিনি ট্যাগ করেছেন হিমেশ রেশামিয়াকে। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ‘রেকর্ডিং’ কথাটা। যার থেকেই স্পষ্ট হিমেশের সুরে গান রেকর্ড করে ফেলেছেন তিনি।
বজবজের বাসিন্দা অনন্যা। না গেছে বজবজের অনন্যাকে। বাংলা গানের দুনিয়ায় পরিচিত মুখ এই কন্যে। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে বাঙালিকে। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছেন অনন্যা। অনন্যার অন্যরকম কন্ঠস্বর বরাবরই প্রশংসা কুড়িয়েছে সব্বার।
হিমেশ বরাবরই সুযোগ দিয়ে থাকেন নতুন প্রতিভাদের। তাঁর সুরে ইতিমধ্যেই রেকর্ডিং করে ফেলেছেন বেশ কয়েকটি গান বাংলার আরেক উছটি ট্যালেন্ট অরুণিতা কাঞ্জিলাল। ইন্ডিয়াল আইডলে দ্বিতীয় হন অরুণিতা। তাঁর আর পবনদীপের জুটিতে বেশ কয়েকটি গান সামনে এনেছেন হিমেশ।