ক্রিসমাস মিটতেই আদিত্যর হাত ধরে বিদেশে রওনা দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। দুজনের প্রেম এখন ওপেন সিক্রেট। তবে প্রকাশ্যে লুকোছাপা বজায় রেখেছেন দুজনে। কিন্তু গোপন কথাটি রবে না গোপনে! আজকের সোশ্যাল মিডিয়ার যুগে তো কোনওকিছু চেপে রাখা বড় বালাই!
নতুন বছরকে স্বাগত জানাতে চুপিসাড়ে লন্ডন উড়ে গিয়েছেন জুটিকে। বন্ধুদের সঙ্গে সেখানেই পার্টি মুডে তারকা জুটি। রেডিটের সৌজন্যে ফাঁস সেই ছবি। সেই ভাইরাল ছবিতে আদিত্যর বাহুলগ্না অনন্যা। কালো-খয়েরি বডিকন পোশাকে দেখা মিলল অনন্যার। আদিত্য়কেও হ্যান্ডসাম লুকে দেখা গেল। পরনে ছিল কালো সোয়েটার আর কোট।
আদিত্য-অনন্যার জুটির প্রেম সদ্য চর্চায় উঠে এসেছে কফি উইথ করণের মঞ্চে। সম্প্রতি কফি উইথ করণের এক এপিসোডে করণ সরাসরি আদিত্যকে প্রশ্ন করেন, ‘তুমি কি অনন্যাকে ডেট করছো?’ জবাবে ‘আশিকি ২’ তারকা বলেন-'করণ তুমি নিজের শো-তে বলছো, আমাকে কোনও সিক্রেট জিগ্গেস করো না, (তাহলে) আমি মিথ্যে বলব না'। এরপর আদিত্যকে করণ মনে করান, এই কফি কাউচে বসেই অনন্যা নিজের নাম বদলে ফেলেছিলেন। জানিয়েছিলেন এখন তিনি ‘অনন্যা কয় কাপুর’। বলিউডের ‘নাইট ম্যানেজার’ জবাব দেন, ‘আমি আপাতত আদিত্য জয় কপূর!’ ছাড়বার পাত্র নন করণ। তিনি পালটা জিগ্গেস করেন- ‘তাহলে কি তুমি মহানন্দে সিচুয়েনশিপে রয়েছো?’ অভিনেতার চটপট জবাব- ‘আমি আনন্দে রয়েছি’। রোম্যান্টিক বা সেক্সুয়াল সম্পর্ক যার কোনও সামাজিক ভিত্তি নেই, তাঁকেই বলে সিচুয়েশনশিপ। এই সম্পর্কে কোনওরকম কমিটমেন্ট থাকে না। অর্থাৎ ক্যাজুয়াল সম্পর্ক।
যদিও অনন্যা জানিয়েছেন তিনি সিচুয়েশনশিপে বিশ্বাসী নন। প্রেমের এই নতুন ভাবনার সঙ্গে খাপ খাইয়ে নিতে আপত্তি চাঙ্কি পাণ্ডে কন্যার। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা সটান বলেন, ডেটিং-এর এই নতুন ভাবনাকে অস্বীকার করেন তিনি। সোশ্যাল মিডিয়ার জন্য বা লোক দেখানোর জন্য সম্পর্কের দেখনদারিকে সমর্থন করেন না তিনি।
প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। জল্পনা অনন্যার ২৫তম জন্মদিন সেলিব্রেট করতে কিছুদিন আগেই মলদ্বীপ উড়ে গিয়েছিলেন তাঁরা।