বাংলা নিউজ > বায়োস্কোপ > Entertainment: 'কী মিষ্টি!', অনন্যা, সুহানা, নব্য এবং শানায়ার কোন ছবি দেখে এমন মন্তব্য ভক্তদের

Entertainment: 'কী মিষ্টি!', অনন্যা, সুহানা, নব্য এবং শানায়ার কোন ছবি দেখে এমন মন্তব্য ভক্তদের

অনন্যা পাণ্ডে, সুহানা খান, নব্য নন্দা এবং শানায়া কাপুরের ছোটবেলা এবং বর্তমান ছবির কোলাজ

Entertainment: সম্প্রতি একটি কোলাজ ছবি প্রকাশ্যে এসেছে। আর এই কোলাজে অনন্যা পাণ্ডে, সুহানা খান, নব্য নন্দা এবং শানায়া কাপুরের ছোটবেলা এবং বর্তমান সময়ের ছবি রয়েছে।

বলিউডের অন্যতম চর্চিত প্রিয় বন্ধুদের কথা বলতে যে নামগুলো মনে আসবে তাঁরা হলেন, অনন্যা পাণ্ডে, সুহানা খান, নব্য নন্দা এবং শানায়া কাপুর। তাঁরা ছোটবেলার বন্ধু সকলেই। আর এখনও তাঁদের মধ্যে সেই বন্ধুত্ব বজায় রয়েছে। সম্প্রতি তাঁদের ছোটবেলার এবং বর্তমান সময়ের ছবির একটি কোলাজ প্রকাশ্যে এসেছে।

এই কোলাজে দেখা যাচ্ছে যে ছোটবেলায় তাঁরা যে পোজ দিয়ে ছবি তুলে ছিলেন সেই একই পোজে এখনও ছবি তুলেছেন। এই ছবিতে শানায়া আছেন বাঁদিকে, অনন্যা মাঝে, নব্য আছেন ডানদিকে। এবং অনন্যার সামনে আছেন সুহানা। এই ছবিতে তাঁদের ভক্তরা রিঅ্যাকশন দিয়ে ভরিয়ে দিয়েছেন।

একজন রেডইট ব্যবহারকারী এই ছবিতে কমেন্ট করে লেখেন যে তাঁদের একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। আরেকজন কমেন্ট করেন যে এই ছবিতে সুহানা খানকে চমৎকার ছবিতে শাহরুখ খানকে যেমন লাগছিল একদম সেই রকম লাগছে। আরেক রেডইট ব্যবহারকারীর মতে এই ছবিটা ভীষণই মিষ্টি।

কারও কারও মতে এই অভিনেত্রীদের পরিবার একে অন্যের এত ভালো বন্ধু যে তাঁদের মধ্যেও সেই একই রকম বন্ধুত্ব এবং বোঝাপড়া গড়ে উঠেছে।

অনন্যা পাণ্ডে ইতিমধ্যেই বলিউডে একাধিক কাজ করে ফেলেছেন। সুহানার ছবিও আগামী বছর মুক্তি পেতে চলেছে। তাঁকে জোয়া আখতারের ছবি দ্যা আর্চিজ ছবিতে দেখা যাবে। অন্যদিকে শানায়া বেধড়ক নামক একটি ছবিতে কাজ করছেন। তবে নব্য কিন্তু অভিনেত্রী নন। তিনি একটি পডকাস্ট শো সঞ্চালনা করে থাকেন। আর সেখানে কিছুদিন আগে তাঁর মা শ্বেতা বচ্চন এবং দিদিমা জয়া বচ্চন এসেছিলেন।

সুহানা খান হচ্ছে শাহরুখ খানের কন্যা, অন্যদিকে অনন্য পাণ্ডে হচ্ছেন শাহরুখ খানের নিকট বন্ধু চাঙ্কি পাণ্ডের মেয়ে। সঞ্জয় কাপুরের মেয়ে হলে। শানায়া। অন্যদিকে নব্য নন্দা হলেন শ্বেতা বচ্চনের মেয়ে এবং অমিতাভ বচ্চনের নাতনি।

বন্ধ করুন