ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির কাজ শুরু হয়ে গেল। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটো ছবি বক্স অফিসে দারুণ হিট করেছিল। ভুল ভুলাইয়া ২ তো করোনা পরবর্তী সময়ের প্রথম বড় হিট। এবার আসছে ভুল ভুলাইয়া ৩। এই ছবির শ্যুটিং শুরু হল ৯ মার্চ থেকে। তারই কিছু ক্লিপ এবং ছবি এদিন প্রকাশ্যে এসেছে। কিন্তু একি! পরিচালক আনিস বাজমি রয়েছেন হুইলচেয়ারে। সেখানে বসেই তিনি নির্দেশ দিলেন।
আরও পড়ুন: 'একজন মহিলা হয়ে...' তৃণমূলের প্রার্থী তালিকায় এবার নেই নাম, তারপরই আচমকা কার উপর রেগে গেলেন মিমি?
হুইলচেয়ারে বসে নির্দেশনা আনিস বাজমির
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল যে ভুল ভুলাইয়া ৩ ছবির রেইকি করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন পরিচালক আনিস বাজমি। এমনকি তাঁর অপারেশন করে স্টেইন পর্যন্ত বসাতে হয়েছে পায়ে। চিকিৎসক তাঁকে বেশ কয়েক মাস বিশ্রাম নিতে বললেও তিনি হুইলচেয়ারে করে ছবির কাজ শুরু করে দিলেন।
৯ মার্চ থেকেই কথা মতো ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আর নিজের কথা রেখে শুভ মহরতের দিন তিনি হুইল চেয়ারে করে আসেন। এবং শ্যুটিংও করেন। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে এক প্রজেক্ট তাঁর কাছে কতটা জরুরি এবং তিনি কতটা ডেডিকেশন দিয়ে এই কাজটা করছেন।
আরও পড়ুন: 'এটা আসলে সব মহিলাদের আক্রমণ করা...' বিকিনি পরে স্তন্যপান করানোয় ট্রোল্ড সেলিনা, জবাবে বললেন কী?
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ৩ ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলির সময়ই মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান ছাড়াও থাকবেন তৃপ্তি দিমরি। এছাড়া শোনা যাচ্ছে মাধুরী দীক্ষিতও থাকতে পারেন। ভুল ভুলাইয়া ছবিটিতে অক্ষয় কুমারকে রুহ বাবার চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি থেকে রুহ বাবার চরিত্রে কার্তিককে দেখা গিয়েছে। ভুল ভুলাইয়া ৩ ছবিটির শ্যুটিংয়ের হবে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায়, পশ্চিমবঙ্গ এবং রাজস্থানে।