বয়স ৬৬, এই বয়সেও নিজেকে ফিট রাখতে কোনও চেষ্টাই বাদ দেন না অনিল কাপুর। প্রায়দিনই শরীরচর্চার নানান ভিডিয়ো পোস্ট করেন অনিল। তবে সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় মাস্ক পরে ট্রেড মিলে দৌড়ানোর একটি ভিডিয়ো পোস্ট করেছেন অনিল। ক্যাপশানে লিখেছেন, 'ফাইটার'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তবে অনিল কাপুরকে এভাবে মাস্ক পরে ট্রেডমিলে দৌড়াতে দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। যদিও অনিল কাপুর যে মাস্কটি পরেছেন, সেটি কিন্তু সাধারণ মাস্ক নয়, অক্সিজেন মাস্ক। হয়ত সেটা কেউ কেউ ঠিক বুঝে উঠতে পারেননি। অনুরাগীদের একজন প্রশ্ন করেছেন, ‘মাস্ক পরেছেন কেন? কেউ কি আমায় উত্তর দিতে পারবেন?’ কেউ লিখেছেন, 'আশাকরি আপনি ঠিক আছেন।', কারোর মন্তব্য, 'এই বয়সে ফিটনেসের চক্করে অনেকে ক্ষতি করে ফেলছেন, দয়া করে সেটা করবেন না।' কারোর কথায়, ‘ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন।’ কারোর কথায়, ‘ছেলের থেকেও বাবা এখন বেশি ফিট’। ভিডিয়োর নিচে অ্যাঙ্কর-অভিনেতা মণীশ পল এবং অভিনেত্রী হুমা কুরেশিও প্রতিক্রিয়া জানিয়েছেন। হুমা কুরেশি আগুনের ইমোজি দিয়েছেন, মণীশ পাল লিখেছেন, ‘ম্যান অন ও মিশন।’
আরও পড়ুন-ববি হাকিম কন্যার ইফতার পার্টিতে নুসরত, সায়নী, পূজা, দাওয়াতে জমিয়ে হল খাওয়া দাওয়া
আরও পড়ুন-প্রীতি ও তাঁর ছোট্ট মেয়েকে হেনস্থা, অর্জুন বললেন, আমায় জানালে গিয়ে পিটিয়ে আসতাম
খুবশীঘ্রই 'ফাইটার' ছবিতে দেখা যাবে অনিল কাপুরকে। ছবিতে দীপিকা পাড়ুকোনস, হৃত্বিক রোশন রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। ছবিতে অনিল কাপুর ছাড়াও রয়েছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার। ছবির অ্যাকশান দৃশ্যের জন্যই নাকি নিজেকে প্রস্তুত করছেন অনিল। আগামী বছর (২০২৪) ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এর আগে ওয়েব সিরিজ 'নাইট ম্যানেজার' অভিনয় করেছেন অনিল কাপুর, যুগ যুগ জিও ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।