বড় পরদায় অঙ্কিতা লোখান্ডে কাজ করেছেন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। তবে মণিকর্ণিকা-য় তাঁর কাজ প্রশংসা পেলেও আর দেখা মেলেনি বড় পরদায়। কী কারণ রয়েছে এর পিছনে? নিজেই করলেন খোলসা।
1/5বিনোদন জগতের পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে। জি টিভির পবিত্র রিস্তা দিয়ে কেরিয়ার শুরু করেন। বড় পরদাতে কাজ করেছেন ২০১৯ সালে কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি-তে। তবে তারপর আর বড় পরদায় দেখা মেলেনি তাঁর। সম্প্রতি এই নিয়ে কথা বললেন অভিনেত্রী।
2/5বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ‘এমন না আমার কাছে অনেক সিনেমার অফার আসছিল আর আমি ফিরিয়ে দিচ্ছিলাম। কারণ বাইরে বাজার খুব খারাপ। কেউ এসে তোমায় স্ক্রিপ্ট দেবে না। আমি মানুষের কাছে গিয়ে তাঁদের খুশি করতে পারব না আর অনুরোধ করে বলতে পারব না যে আমায় কাজ দাও। আমি এরকম নই।’
3/5নিজের কথায় অঙ্কিতা লোখান্ডে আরও যোগ করেন, ‘তাই এখন আমার কাছে যাই আসছে তাই আমি মন থেকে করার চেষ্টা করছি। মানুষের আজকাল সময় নেই কারও প্রতিভাকে সম্মান দেওয়ার। যেখানে আমি বুঝব আমি কাজের জন্য সম্মান পাচ্ছি, সেখানেই আমি কাজ করব।’
4/5অঙ্কিতাকে শেষ দেখা গিয়েছে পবিত্র রিস্তা ২.০-তে। যদিও সেই শো সেভাবে সাফল্য পায়নি সোশ্যাল মিডিয়ায়। এর আগে বর ভিকি জৈনকে নিয়ে তিনি ভাগ নিয়েছিলেন স্টার জলসার শো ‘স্মার্ট জোড়ি’-তে।
5/5২০২১ সালের ডিসেম্বর মাসে অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন মুম্বাইতে একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবার ও বন্ধুরা। আপাতত ভিকির সঙ্গে চুটিয়ে সংসার করছেন। দিনকয়েক আগে এই দম্পতি তাঁদের নতুন বাড়িতেও প্রবেশ করেছেন।