নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একাধিক টলিউড তারকার। তবে বনি সেনগুপ্তর সঙ্গে সরাসরি যোগ পাওয়া গিয়েছে হাজতে থাকা কুন্তলের। দু-দুবার ইডির জেরার মুখে পড়েছেন তো বটেই, গাড়ির ৪৪ লাখ টাকাও ফিরিয়ে দিয়েছেন। তাই স্বস্তি নেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রির একটা অঁস কাঠগড়ায় তুলেছে বাংলা ছবির এই তরুণ তুর্কিকে। কটাক্ষকারীদের দলে কি তবে যোগ দিলেন অঙ্কুশ হাজরাও।
দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন অঙ্কুশ। সেই পোস্টের ক্যাপশন ছিল ‘চারদিকে এত দুর্নীতি চলুন একটু ভালবাসা আদানপ্রদান করি।’ তবে তাতে এসএসসি, ইডি বা বনি কারওরই উল্লেখ নেই। বরং একটা ‘ঠাকুমার আদর’ প্রতিযোগিতা রয়েছে। যেখানে আপনাকে ঠাকুমা বা দিদিমাকে নিয়ে একটা মিষ্টি ভিডিয়ো তৈরি করতে হবে। এবং তা অভিনেতা বা তাঁর বান্ধবী ঐন্দ্রিলাকরে ট্যাগ করে শেয়ার করতে হবে। আর সেখান থেকে সেরাদের বেছে নিয়ে তাঁদের সঙ্গে দেখা করবে লাভ ম্যারেজ টিম।
কিন্তু ক্যাপশনখানা দেখে অনেকেই বলছেন খানিকটা লাইমলাইট কাড়তে, বিতর্কের সঙ্গেী হতেই এহেন ক্যাপশন! নাকি অঙ্কুশ বুঝিয়ে দিলেন, টলিউডের মধ্যে চলতে থাকা রাজনৈতিক মারপ্যাঁচ বুঝতে পারলেও, যোগ দিতে ইচ্ছুক নন!
এদিকে খুব জলদিই মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার লাভ ম্য়ারেজ। ইতিমধ্যেই সামনে এসেছে ট্রেলার। হাসির মোড়কে গল্প বুনেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। মুখ্য চরিত্রে রিয়েল লাইফ কাপল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। পয়লা বৈশাখের সপ্তাহেই ছবির মুক্তি। প্রোমোশনে কোনও ফাঁক রাখছেন না দুই অভিনেতা।
এই তো আরেকটা পোস্টেই গোয়ার বিচ থেকে ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের প্রি-হানিমুন ট্রিপ । ২৯ দিন আর বাকি তো? ভাবলাম একটু প্রি-হানিমুন সেরে আসি। ভাবছেন তো যাঁদের বাবা মা এরকম তাদের কে এড়িয়ে কিভাবে এটা সম্ভব হল? জানাব সব আপনাদের । বলেছিলাম না বিয়ে অবদি আমাদের জীবনে কী কী ঘটছে সব জানাব। অপেক্ষা করুন।'
আসলে সিনেমার গল্প দেখা যাবে ভালোবাসায় গদগদ অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে না হওয়ার কারণ হল, ঐন্দ্রিলার মায়ে (অপরাজিতা আঢ্য)র প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা (রঞ্জিত মল্লিক)! এরপর বাবা-মা'র পিছু ধাওয়া শুরু করে অঙ্কুশ-ঐন্দ্রিলা। কখনও হাত ধরে রেঁস্তোরায়, কখনও স্কুটি চালিয়ে কলকাতা সফর, গঙ্গার ঘাটেও দেখা মেলে দুজনের। সবকিছু দেখে চোখ ছানাবড়া প্রেমিক জুটির। ঐন্দ্রিলা তো বলেই ফেলেন, ‘মানে সবাই মিলে তোর বাড়ি গিয়ে আমরা থাকব, তাই তো? ভাই-বোন একসাথে!’ ট্রেলার বলছে বিয়ে ঠিক করেও ফেলেছেন রঞ্জিত মল্লিক, তবে বিয়েটা কার? ছাদনা তলা পর্যন্ত পৌঁছাবে তো অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম কাহিনি? উত্তর মিলবে ১৪ই এপ্রিল অর্থাৎ পয়াল বৈশাখ। অঙ্কুশ-ঐন্দ্রিলা, রঞ্জিত মল্লিক-অপরাজিতা আঢ্য ছাড়াও সুরিন্দর ফিল্মসের এই ছবিতে থাকছেন সোহাগ সেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)