অঙ্কুশ হাজরা আর মিমি চক্রবর্তী-টলিগঞ্জের এই দুই অন স্ক্রিন জুটির অফ স্ক্রিন খুনসুটির কথা সকলের জানা। বন্ধুত্ব-ভালোবাসা-ঝগড়া সবটাই চলে সমান তালে। এই দুই ভিলেন তারকার মধ্যে একটা দারুণ মিলও রয়েছে, দুজনেই ফেব্রুয়ারি মাসে জন্মেছেন। ১১ ফেব্রুয়ারি মিমির জন্ম, আর অঙ্কুশের জন্মদিন ১৪ ফেব্রুয়ারি। মঙ্গলবার মিমি চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়াতে মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বন্ধুরা। কে নেই সেই তালিকায়-নুসরত জাহান থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, রাজ চক্রবর্তীর প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ ঘরনি শুভশ্রীও। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে গেল অঙ্কুশের বার্থ ডে উইশ।
এদিন কি করে তোকে বলবো কো-স্টারকে অঙ্কুশ বললেন, শুভ জন্মদিন খেপি..তোর অনেক সাফল্য কামনা করি.. ভালো থাক.. অনেক ভালোবসা মিমি.. আমি জানি তুই গোটা দুনিয়ার জন্য পরী, তবে আমার কাছে কিন্তু তুই আজীবন ড্রাকুলাই থাকবি'।
ইন্সটাগ্রামে অঙ্কুশের এই পোস্ট দেখে জবাব দিতে ছাড়েননি মিমি। নায়িকা পাল্টা লেখেন, অঙ্কুশ তোর আছে আরও ভালো ছবি ছিল আমার.. ড্রাকুলা বার করছি তোর.. ধন্যবাদ'।
প্রসঙ্গত মিমির আসন্ন ছবির নাম ড্রাকুলা স্যার। দেবালয় ভট্টাচার্যের এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা। সম্প্রতি ছবির শ্যুটিং শেষ করেছেন মিমি। এই ছবির সঙ্গেই এক বছরের বিরতির পর পর্দায় ফিরবেন মিমি। আর জন্মদিনে মিমি ভক্তদের উপহার দিয়েছেন তাঁর নতুন গান 'পরী হুঁ ম্যায়'। তাই একসঙ্গে দুটো জিনিসেরই কিন্তু প্রচার সেরে দিলেন অঙ্কুশ। কি করে তোকে বলব, কেলোর কীর্তি, জামাই ৪২০ এবং ভিলেন ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ-মিমি।
জন্মদিনের রাতে বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করলেন মিমি, সেই পার্টিতে হাজির ছিলেন নুসরত জাহান-নিখিল জৈন থেকে শ্রেয়া পাণ্ডে, বিদিপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিরসা দাশগুপ্তরা।
নুসরতও এদিন মিমির উদ্দেশে আবেগঘন বার্তা লিখে বলেন, 'আমরা শুধু স্ক্রিনই নয় একসঙ্গে দুঃখ,হাসি, কান্নাও ভাগ করে নিয়েছেন.. এমনকি ট্রোলডও একসঙ্গেই হয়েছে। তোর জন্মদিনে আমি শপথ করছি আমরা এভাবেই একসঙ্গে থাকব..সবসময় একে অপরের শক্তি হয়ে থাকব.. জন্মদিনের অনেক শুভেচ্ছা.. তোকে আমি তোর সবটুকু নিয়ে ভালোবাসি. আমি জানি বোনুয়া তুই কোনওদিন পাল্টাবি না'।
দ