এক খুদের জন্মদিনের পার্টিতে গিয়ে অঙ্কুশও বাচ্চা হয়ে গেলেন নাকি! অভিনেতার কাণ্ডকারখানা দেখে তো তেমনটাই মনে হচ্ছে। একেই তিনি শিশুদের সঙ্গে কীভাবে মেশেন, তাদের সঙ্গে কীভাবে মজা করেন ড্যান্স বাংলা ড্যান্স থেকেই সেটা স্পষ্ট। সেখানকার সমস্ত খুদে পার্টিসিপেন্টদের সঙ্গে তাঁর খুনসুটি চলতেই থাকে। তবে তাই বলে একটি শিশুর জন্মদিনে এসে অন্যান্য শিশুদের বদলে তিনি নিজেই খেলতে শুরু করবেন!
কী খেলা? একটি ব্যাগে করে আপনাকে ঝুলিয়ে একটা বলের পুলে নিয়ে যাওয়া হবে সেখান থেকে বলের মধ্যে থেকে গিফট খুঁজে নিয়ে আসতে হবে। সেই খেলার ধারে কত শিশু দাঁড়িয়ে কিন্তু তাঁদের বদলে নিজেই সেই ব্যাগে চেপে গিফট আনতে চললেন অঙ্কুশ। ওভাবে ঝুলে ঝুলে বল ছাড়া প্রথমে কিছু কুড়োতে ন পারলেও পরে দুই হাত ভরে চিপস, বিস্কুট সহ অন্যান্য জিনিস তুলেছেন।
আরও পড়ুন: জীবনের নতুন সফর শুরু অঙ্কুশের, তার আগে পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা
তাঁর বেটার হাফ ঐন্দ্রিলা পাশেই ছিলেন। তিনি সাইড দিয়ে বলেন, 'মেশিন খারাপ হয়ে গেছে। এটা ধেড়ে বাচ্চাদের নয় এটা বুঝতে হবে ওকে। ছোট বাচ্চাদের খেলার জন্য এট।' কেউ আবার ওঁর সঙ্গে মশকরা করে বলেন, 'তুই আর কত কুড়োবি বাচ্চাগুলোর জন্য রাখ কিছু।' তবে যতই মজা করে এই গেম খেলুন না কেন অঙ্কুশ ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমার মনে হয় কোনও বাচ্চার জন্মদিনের পার্টিতে এটাই আমার শেষ যাওয়া।'
আরও পড়ুন: জীবনে অপ্রত্যাশিত ঝড়, সংসার বাঁচাতে কী 'কুরবান' করবেন অঙ্কুশ-প্রিয়াঙ্কা?
অনেকেই মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি লেখেন, 'আরে দাদা তুমি বুড়ো হয়ে গেছ, তুমি যে কি করছ! তবে বেশ মজাই লাগছে।' আরেকজন লেখেন, 'আপনি যেদিন বাবা হবেন সেই দিনটা দেখতে চাই খালি।' কেউ আবার লেখেন, 'অঙ্কুশ যে কতটা ভালো মানুষ এখান থেকেই প্রমাণিত। কত সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে।'