অঙ্কুশ হাজরা বর্তমানে তাঁর আগামী ছবি মির্জা নিয়ে চরম ব্যস্ত। জমিয়ে প্রচার করছেন এই ছবির। আর সেখানেই তিনি রাজনীতি থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের অনেককে নিয়েই কথা বলেন।
রাজনীতি নিয়ে কী বললেন অঙ্কুশ হাজরা?
এদিন রাজনীতি নিয়ে অঙ্কুশ বলেন, 'কেউ কেউ আছেন যাঁরা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসেন। এবার কেউ কেউ আছেন যাঁরা কিচ্ছু বোঝেন না। কিছু না। খালি একটা অলটারনেটিভ কেরিয়ারের জন্য চলে যায়। পার্টি টুইট করতে বলে করে, জানেও না, বোঝেও না। আবার টুইট করে যাঁকে নিয়ে টুইট করেছেন তাঁর হাতে পায়ে ধরেন। আমি এসব জানি, এঁদের কাছ থেকে দেখেছি। জানি। তাই বলছি। আমি তো এঁদের অনেককেই বলেছি, যে ইন্ডাস্ট্রি থেকে এসেছ সেখানেই মাটি শক্ত হল না এর মধ্যে আবার অন্য পেশা। আমাদের পেশায় তো আর টাকা কম নয়, তাও যে কেন করে!'
দেবকে নিয়ে কী বললেন অঙ্কুশ?
অঙ্কুশ হাজরা আনন্দবাজারকে দেওয়া এই সাক্ষাৎকারে একদিকে যখন বলেছেন যে অনেক অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির র না বুঝেই ময়দানে নেমে পড়েন তখন অনেকেই আবার সৎ ভাবেই কাজ করেন। তিনি এদিন নুসরত জাহান প্রসঙ্গে বিন্দুমাত্র কথা না বলতে চাইলেও, বিরক্তি প্রকাশ করলেও দেবের প্রশংসা করেন। এদিন অঙ্কুশ বলেন, 'দেবের কলিজা আছে। ওর বক্তব্য শুনতে ভালো লাগে। ওর কথা বিশ্বাস করতে ইচ্ছে করে। ৪টে লোককে গালাগালি করে, কাদা ছোড়াছুড়ি করে ভোট নেওয়ার বান্দা ও নয়।'
কাঞ্চন মল্লিককে নিয়ে কী বললেন অঙ্কুশ?
অঙ্কুশ হাজরা এদিন কাঞ্চন মল্লিক প্রসঙ্গে বলেন, 'অনেকে অনেক কথাই বলতে পারেন। ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু আমি কাঞ্চন দাকে কাছ থেকে3 দেখেছি। আমি জানি। ও একদমই চুরিচামারি করে না। যা উপার্জন করেছে সৎ ভাবে এই ইন্ডাস্ট্রি থেকেই করেছে। সৎ উদ্দেশ্য নিয়েই রাজনীতিতে এসেছে।' এদিন তাঁকে বন্ধু মিমির প্রশংসা করতেও দেখা যায়।
আরও পড়ুন: 'রাজনীতি না বুঝলে দূরে থাকুন...' নাম না করে নুসরতকে কটাক্ষ অঙ্কুশের? মিমির প্রশংসায় বললেন কী?
মির্জা প্রসঙ্গে
মির্জা ছবিটি ইদের সময় এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, প্রমুখ। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার, একাধিক গান প্রকাশ্যে এসেছে।