২৪ মার্চ বিজেপির তরফে তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ্যে আনা হল। আর সেখান থেকেই জানা গেল জল্পনা সত্য করে কঙ্গনা রানাওয়াত এবার সত্যি সত্যিই বিজেপির তরফে টিকিট পেয়েছেন। তিনি লড়ছেন আসন্ন লোকসভা নির্বাচনে। তিনি তাঁর জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়বেন বিজেপির টিকিটে। আর এটার সঙ্গেই তিনি আনুষ্ঠানিক ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। এর আগে তিনি নানা সময় নানা মন্তব্য করেছেন বিজেপির সমর্থনে। এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই একটি টুইট করে কঙ্গনা।
এবার বিজেপির প্রার্থী কঙ্গনা
জন্মদিনের পরের দিনই এল চমক। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এবার পদ্মফুলের হয়ে লড়াই করবেন মান্ডি কেন্দ্র থেকে। বিজেপির তরফে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থী তালিকা। সেখান থেকেই জানা মান্ডি থেকে লড়াই করছেন কঙ্গনা।
আরও পড়ুন: কোনও সেন্স নেই...' বরকে দিয়ে পদসেবা, চরম কটাক্ষের মুখে এবারের CCL-এর নায়ক রাহুলের স্ত্রী প্রীতি
কী লিখলেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াতের নাম বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় ঘোষণা হতেই অভিনেত্রী বিজেপি এবং এই দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে টিকিট দেওয়ার জন্য। এদিন টুইট করে কঙ্গনা লেখেন, ' আমার আদরের ভারত এবং ভারতের জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থ ভাবে সমর্থন করেছে এতদিন। আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমার নাম ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে স্বীকার করছি এবং নির্বাচনে লড়াই করব যে সেটা জানাচ্ছি।'
আরও পড়ুন: ডোনার কলেজে লুকিয়ে দেখা করতে যেতেন সৌরভ! ধরা পড়তেই দাদাগিরিতে বললেন, 'ওটা আমি না, ওর প্রাক্তন'
আরও পড়ুন: 'কেউ পাত্তা দিচ্ছে না তাই এখন...' মোদীর পর এবার কুণাল কামরার নিশানায় সলমন, ক্ষুব্ধ ভাইজানের ভক্তরা
তিনি আরও জানান, 'আমি অত্যন্ত সম্মানিতবোধ করছি আনুষ্ঠানিক ভাবে এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি আশা করব আমি একজন যোগ্য কর্মকর্তা এবং নির্ভরযোগ্য জনপ্রতিনিধি হয়ে উঠব। ধন্যবাদ।'