বৃহস্পতিবার মুম্বইতে অনুষ্ঠিত হয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। যেখানে ৬টি বিভাগে মনোনীত থাকলেও কোনও বিভাগেই পুরস্কার জেতেনি বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস। সেরা অভিনেতা হিসাবে 'দ্যা কাশ্মীর ফাইলস'-এর জন্য অনুপম খেরে নাম মনোনীত হলেও এই পুরস্কার জিতেছেন রাজকুমার রাও (বধাই দো-র জন্য)। খুব সম্ভবত এর আগে 'দ্যা কাশ্মীর ফাইলস' এর পরিচালক ফিল্ম ফেয়ার পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ফিল্ম ফেয়ারের আগে এই পুরস্কারকে ‘অনৈতিক এবং সিনেমা বিরোধী পুরস্কার’ বলে অভিহিত করেছিলেন বিবেক।
এদিকে 'দ্যা কাশ্মীর ফাইলস' পুরস্কার না জেতার কারণে শুক্রবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অনুুপম খের। লেখন, ‘সম্মান ভীষণই গুরুত্বপূর্ণ পুরস্কার, এটা সস্তা লোকজনের থেকে আশাও করবেন না।’ হ্যাশট্যাগে অনুপম ‘দ্যা কাশ্মীর ফাইলস’-এর নাম রেখেছেন। অনুপম কেন এই পোস্ট করেছেন তা বেশ স্পষ্ট।
আর পড়ুন-চুমু খেতে গিয়ে প্রিয়াঙ্কার গাল চাটতে শুরু করলেন নিক, এ কী কাণ্ড! প্রিয়াঙ্কা বললেন…
প্রসঙ্গত, ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ৭-৭টি বিভাগে মনোনীত হয়েছিল। মিঠুন চক্রবর্তী এবং দর্শন কুমারও ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হন। প্রসঙ্গত, সেরা অভিনেতা নি্র্বাচিত হয়েছেন আলিয়া ভাট, সৌজন্যে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। সেরা পরিচালক হয়েছেন সঞ্জয়লীলা বানশালি। সেরা ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। সেরা পার্শ্ব চরিত্রে (পুরুষ)র জন্য পুরস্কার পেয়েছেন অনিল কাপুর। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো ছবির জন্য)।
প্রসঙ্গত 'ফিল্ম ফেয়ার' অনুষ্ঠানের আগে বিবেক অগ্নিহোত্রী এই পুরস্কার নিতে অস্বীকার করে লিখেছিলেন, 'বলিউডের একটি দুর্নীতিগ্রস্ত, অনৈতিক এবং ছদ্মবেশী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার প্রতিবাদ এবং অসন্তোষ হিসাবে, আমি এই জাতীয় পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এমন কোনও নিপীড়নমূলক এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বা পুরস্কারের অংশ হতে চাই না। যা লেখক, পরিচালক এবং অন্যান্য এইচওডি এবং একটি চলচ্চিত্রের ক্রু সদস্যদের সঙ্গে নিকৃষ্ট ব্যবহার করে/অথবা তারকাদের দাস মনে করে।