শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন লাল বলের ফর্ম্যাট অর্থাৎ টেস্ট ফর্ম্যাটে ভারতের হয়ে নিয়মিত খেলেছেন চেতেশ্বর পূজারা। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলা এই ব্যাটার তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। শেষবার জাতীয় দলের হয়ে তাঁকে খেলতে দেখা গিয়েছিল গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তার পরেই তাঁকে দল থেকে বাদ পড়তে হয়। এর পর ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি তিনি কাউন্টি ক্রিকেটেও নিয়মিত খেলছেন শুধু নয়, ধারাবাহিক ভালো পারফরম্যান্সও করছেন। চলতি মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি খেলছেন সাসেক্সের হয়ে। আর রবিবারেই তাদের হয়ে এই মরশুমে নিজের প্রথম শতরানটি করে ফেলেছেন পূজারা।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২'র ম্যাচে মুখোমুখি হয়েছে সাসেক্স এবং ডার্বিশায়ার। ম্যাচে অপরাজিত ১০৪ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছেন পূজারা। তাঁর ইনিংসে ভর করেই ডার্বিশায়ারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রানে লিড পেয়েছে সাসেক্স। ১৬৭ বল খেলেছেন পূজারা। ধৈর্য্য ধরে খেলে প্রথমে উইকেটে নিজেকে থিতু করেন পূজারা। তার পরেই আক্রমণের সঙ্গে ডিফেন্সের মিশ্রণ ঘটিয়ে নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে। তাঁর ইনিংসে তিনি মেরেছেন ১০টি চোখ ধাঁধানো বাউন্ডারি। কাউন্টিতে এটি পূজারার তৃতীয় মরশুম। প্রথম দুই মরশুমে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। তৃতীয় মরশুমের শুরুটাও বেশ ভালো হয়েছে তাঁর। তৃতীয় ম্যাচেই একটি ঝকঝকে শতরান করেছেন তিনি।
মরশুমে তাঁর প্রথম শতরান করার আগে, প্রথম ম্যাচেও বেশ ভালো ব্যাট করেছিলেন পূজারা। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে তিনি প্রথম ইনিংসে করেন ৮৬ রান। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। এই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে তিনি করেন অপরাজিত ৪৪ রান। পাশাপাশি লেস্টারশায়ারের বিরুদ্ধে একটিমাত্র ইনিংস ব্যাট করার সুযোই পেয়ে করেছিলেন ৩৮ রান। এর পরেই তৃতীয় ম্যাচে করে ফেলেছেন শতরান। ডার্বির কাউন্টি গ্রাউন্ডে দিন শেষে পূজারার দলের স্কোর পাঁচ উইকেটে ৩৫৭ রান। এছাড়াও টম হেন্স ৫৮, টম অ্যালসপ ৬৪ এবং জেমস কোলস ৭২ রান করেছেন। ডার্বিশায়ার তাদের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ফলে আপাতত ম্যাচে লিড নিয়েছে সাসেক্স।