কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অর্ধাঙ্গিনী। সিনেমার বিষয়বস্তু ছিল বিচ্ছেদ হলেও কি পুরোপুরি সব কিছু মুছে ফেলা যায়? অভ্যাস ভুলে যাওয়া যায়? অভিনয় ছিলেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান। এই ছবিরই জনপ্রিয় গান আলাদা আলাদা সব। অনুপমের সেই গান যেন তাঁর জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাই তো তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী যখন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন করে জীবনের সফর শুরু করলেন, বিয়ে করলেন সেদিন রাতে আচমকাই গায়কের গাওয়া এই গানের পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এমনকি উপচে পড়ে কমেন্ট।
পরমপিয়ার বিয়ের রাতে অনুপমের গান
২৭ নভেম্বর আইনি বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের চারহাত এক হল ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পোস্ট। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে এসবের মাঝে একাধিক পোস্ট করেন অনুপম রায়।
আরও পড়ুন: বিয়ের সাজে মিশমি-রাজীব, তবে কি চারহাত এক হল 'তুঁতে'র ২ খলনায়কের?
প্রথমে তিনি আত্মহত্যার বার্তা রয়েছে এমন একটি পোস্ট করেন। তারপর তাঁকে দেখা যায় বিচ্ছেদ, বিষাদের সুরে ভরপুর কিছু পোস্ট করতে। এরপর আচমকাই এদিন রাতে তাঁর গাওয়া অর্ধাঙ্গিনী ছবির আলাদা আলাদা গানটির একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাঁর ভক্তরা এদিন তুমুল শেয়ার করেন এই ভিডিয়ো, বাদ দেন না কমেন্ট করতেও।
অনুপমের এই পুরনো ভিডিয়োতে বর্তমানে উপচে পড়েছে কমেন্ট। অনেকেই তাঁকে সান্ত্বনা দিয়েছেন, কেউ আবার জানিয়েছেন তাঁরা তাঁর এই যন্ত্রণায় সমব্যথী। এক ব্যক্তি লেখেন, 'দেখে মনে হচ্ছে সারারাত কান্না করে এসে গানটা গাইছেন। আহা মানুষের জীবন এমন হয় কেন?' কেউ আবার লেখেন, 'আপনার কষ্টটা বুঝতে পারছি। নিজেও এটার সম্মুখীন হয়েছি।'