৭-এর দশক গোয়েন্দা সংস্থা 'র'-এর রিসার্চ ও অ্যানালিসিস উইং-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন রবীন্দ্র কৌশিক। জানা যায় ‘র’-এর গুপ্তচর হিসাবে পাকিস্তানে গিয়ে দীর্ঘদিন সেখানে ছিলেন তিনি, পাক সেনাবাহিনীতে যোগ দিয়ে সেখান থেকে বহু তথ্য তিনি ভারতে পাঠিয়েছেন। এবার সেই 'র'-এর গোয়েন্দা রবীন্দ্র কৌশিকের গল্পই উঠে আসবে বড়পর্দায়, সৌজন্যে অনুরাগ বসু। ছবির নাম ‘দ্যা ব্ল্যাক টাইগার’।
আপাতত 'মেট্রো ইন দিনো' ছবির কাজে ব্যস্ত পরিচালক অনুরাগ বসু। তারই মধ্যে ছকে ফেলেছেন আরও একটা জীবনী নির্ভর স্পাই থ্রিলারের প্ল্যান। তবে 'পাঠান', ‘টাইগার’-এর মতো এই ছবির পার্থক্য একটাই, এই ছবির গল্প বাস্তবের হিরোর জীবনী অবলম্বনে। আর সেই হিরোই হলেন গোয়েন্দা সংস্থা 'র'-এর প্রাক্তন গোয়েন্দা রবীন্দ্র কৌশিক। ছবি প্রসঙ্গে অনুরাগ বসু বলেন, ‘রবীন্দ্র কৌশিকের জীবন সাহস ও বীরত্বের কথা বলে। সেসময় ওঁর সাহায্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরেছিল। ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া এমন দেশপ্রেমিককে নিয়ে আরও ছবি হওয়া উচিত।’
জানা যাচ্ছে, অনুরাগ বসু নিজে এই ছবির অন্যতম প্রযোজক। ইতিমধ্যেই ছবির জন্য রবীন্দ্র কৌশিকের পরিবারের থেকে অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। চিত্রনাট্য লেখার জন্য তথ্য দিয়ে সাহায্য করবেন রবীন্দ্র কৌশিকের পরিবারের সদস্যরাই। তবে এই ছবির কথা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এই ছবিতে রবীন্দ্র কৌশিকের ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে জানতে উদগ্রীব সিনেমাপ্রেমীরা। তবে এই তথ্য এখনই ফাঁস করতে চাননা অনুরাগ। ছবির অন্যান্য চরিত্রের জন্যও কাস্টিং দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।
উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে 'র'-এর এজেন্ট হিসাবে পাকিস্তানে পাঠানো হয় রবীন্দ্র কৌশিককে। ১৯৮৩ সাল পর্যন্ত তিনি বহু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হাতে তুলে দেন। ইন্দিরা গান্ধী তাঁকে 'দ্যা ব্ল্যাক টাইগার' উপাধি দিয়েছিলেন। তবে ধরা পড়ার পর পাকিস্তানেই বন্দি ছিলেন রবীন্দ্র কৌশিক। ২০০১ সালে মুলতান জেলে মৃত্যু হয় তাঁর। আমানত এক পাক মহিলাকেই বিয়ে করেছিলেন বলে জানা যায়, তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে।