কঙ্গনার পর এবার প্রিয়াঙ্কা চোপড়ার হয়ে ব্যাট ধরলেন তাঁর আরও এক সহ অভিনেতা, পরিচালক। আর ইনি হলেন অপূর্ব আশরানি। যিনি কিনা একসময় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সরব হয়েছিলেন। বলিউডের রাজনীতি নিয়ে প্রিয়াঙ্কা মুখ খোলার পর টুইটারে অপূর্ব লিখেছেন, ‘এটা প্রিয়াঙ্কার বড় একটা জয়। তিনি কিন্তু পারভিন ববি কিংবা সুশান্ত সিং রাজপুতের মতো শেষ হয়ে যাননি।’
ঠিক কী লিখেছেন অপূর্ব আশরানি?
অপূর্বর টুইট, ‘অবশেষে প্রিয়াঙ্কা যা প্রকাশ্যে এনেছেন তা একপ্রকার সবাই জানতেন। কিন্তু কেউ কোনও কথা বলেননি। উদারপন্থীরাও নয়, নারীবাদীরাও নন। ওঁরা তাঁদের প্রশংসা করেন যাঁরা প্রিয়াঙ্কাকে বঞ্চিত করেছিলেন, সেই রাজাদের উদযাপন করা হয় যাঁরা তাঁকে (প্রিয়াঙ্কাকে) ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এটা একটা বড় জয় যে তিনি পারভীন ববি বা সুশান্ত সিং রাজপুতের মতো শেষ হয়ে যাননি।’
আরও পড়ুন-শাহরুখের সঙ্গে বন্ধুত্ব, প্রিয়াঙ্কাকে একঘরে করেছিলেন করণ জোহর : কঙ্গনা
আরও পড়ুন-যা আগে বলিনি তা আজ বলছি, বলিউডের কিছু লোক আমায় দেশ ছাড়তে বাধ্য করে : প্রিয়াঙ্কা
অপূর্ব আশরানির এই মন্তব্যের পর তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটনাগরিক। একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া সত্যিই একজন সাহসী মহিলা, উনি নতুন জায়গায় নিজের পরিচিতি তৈরি করেছেন। তিনি আজ যা কিছু হয়েছেন, তিনি সেটার যোগ্য। যাঁরা তাঁকে বঞ্চিত করেছে তাঁদের একদিন কর্মফলের মুখোমুখি হওয়া উচিত।’ কেউ লিখেছেন, ‘রেখা, কঙ্গনারানাউত, নাগমা এবং আরও বেশকিছু অভিনেত্রী রয়েছেন যাঁদের ভুলে যাবেন না। ওঁরা নির্ভীক, উগ্র, সেক্সি, অতি উচ্চাকাঙ্ক্ষী এবং অনেক উপায়ে বিপজ্জনক। ওঁরা যা চায় তা অর্জন করতে ওঁরা সমস্ত সীমানা অতিক্রম করে! ওঁরা নারী হিসাবে মারাত্মক। প্রিয়াঙ্কা চোপড়া, সবকিছুরই কিন্তু মূল্য দিতে হয়!’ কারোর কথায়, ‘এটা ভালো যে উনি সব ছেড়েও বাইরে জীবন গড়তে পেরেছেন কিন্তু সবাই সেই সুযোগ পায়না এবং অনেককে আগেই বাদ দিয়ে দেওয়া হয়! সংযোগ এবং ভাগ্য সবই থাকতে হয়। তবে মনে রাখবেন পারভিন বাবি এবং সুশান্ত সিং রাজপুতের বিষয়টা কিন্তু একরকম নয়।’
জানা যায়, পারভিন ববি, কবির বেদী এবং মহেশ ভাটের সাথে সম্পর্কে ছিলেন। ১৯৮০ দশকের শুরুতে অভিনয় বন্ধ করে দেন। সিনেমার দুনিয়া থেকে অবসর নিয়ে নির্জনে থাকতে শুরু করেন। ২০০৫- তাঁর মৃত্যু হয়। যদিও তাঁর মৃত্যুতেও অনেকে রহস্য খুঁজে পান। অন্যদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।