জাকির হুসেন, শঙ্কর মহাদেবনের ব্যান্ড শক্তির অ্যালবাম দিস মোমেন্ট এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে। তাঁদের এই অ্যালবাম এবার সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম খেতাব পেয়েছেন আর তাঁদের এই জয়ের পর গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন এআর রহমান। প্রসঙ্গত এবারের এই গ্র্যামি অ্যাওয়ার্ডের ইভেন্টে উপস্থিত ছিলেন রহমান। সেখানে অনুষ্ঠানের পর তিনি শঙ্কর মহাদেবনদের সঙ্গে ছবি তোলেন, সেটা পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানান।
দিস মোমেন্ট গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার পর রহমানের শুভেচ্ছা
শঙ্কর মহাদেবন, জাকির হুসেন ছাড়াও ব্যান্ড শক্তির অন্যান্য সদস্যরা হলেন ভি সেলভাগণেশ, গণেশ রাজাগোপালন। তাঁদেরই এই ব্যান্ডের প্রথম স্টুডিয়ো অ্যালবাম দিস মোমেন্ট এই সম্মানীয় পুরস্কার পেয়েছে এবার। তাঁদের সঙ্গে ছবি তুলে তাঁদের শুভেচ্ছা জানিয়ে এদিন রহমান সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতে যেন গ্র্যামির বৃষ্টি হচ্ছে। শুভেচ্ছা গ্র্যামি বিজেতাদের জন্য।' তিনি তারপর এই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে জানান কে কটা পুরস্কার পেয়েছেন। উস্তাদ জাকির হুসেন পেয়েছেন ৩ টি গ্র্যামি, অন্যদিকে শঙ্কর মহাদেবনের এটা প্রথম গ্র্যামি। প্যাসটো গানটির জন্য জাকির হুসেন এবং বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া সেরা গ্লোবাল মিউজিক পারফরমেন্স বিভাগে গ্র্যামি জিতেছেন। এই গানটি যে অ্যালবামের অর্থাৎ অ্যাজ উই স্পিক টু সেরা কন্টেম্পোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবামের অ্যাওয়ার্ড পেয়েছে।
আরও পড়ুন: 'কুকুরের ল্যাজ আমি', নিজেকে কেন সারমেয়র সঙ্গে তুলনা করলেন ‘মা’ ধারাবাহিকের তিথি?
আরও পড়ুন: 'ওর থেকে আমি অনেক...' বাস্তবের র্যাঞ্চো থ্রি ইডিয়টসের সঙ্গে মিলই পান না নিজের! কেন?
কেবল শঙ্কর মহাদেবন নন, প্রাক্তন গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপক রিকি কেজও এই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে শঙ্কর মহাদেবনদের ধন্যবাদ বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই পোস্ট করে তিনি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'শক্তি গ্র্যামি অ্যাওয়ার্ড পেল। এই অ্যালবামের হাত ধরে ৪ জন দুর্দান্ত ভারতীয় শিল্পী এই পুরস্কার পেলেন। দুর্দান্ত। ভারত সব দিকে যেন নিজেকে মেলে ধরছে। উন্নতির শিখরে পৌঁছেছে। শঙ্কর মহাদেবন, ভি সেলভাগণেশ, গণেশ রাজাগোপালন, জাকির হুসেন শুভেচ্ছা। উস্তাদ জাকির হুসেন তো আবার দুটো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ফাটাফাটি।'
আরও পড়ুন: সারা-বিজয়-ডিম্পল সহ ৭ জনের মধ্যে খুনি কে? পঙ্কজ কি পারবেন ধরতে? প্রকাশ্যে মার্ডার মুবারকের ঝলক
প্রসঙ্গত এআর রহমান নিজেও দুটো গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ২০১০ সালে সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর এ মোশন পিকচার এবং সেরা মোশন পিকচার সং বিভাগে পুরস্কার পেয়েছিলেন। তিনি এই দুটো পুরস্কার যথাক্রমে স্লামডগ মিলিয়নিয়ার ছবি এবং জয় হো গানটির জন্য পেয়েছিলেন।