সোমবার, ৫ ফেব্রুয়ারি প্রকাশ্যে এল মার্ডার মুবারক ছবির টিজার। একই সঙ্গে জানানো হল ছবির মুক্তির দিনক্ষণ। এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে সারা আলি খান, বিজয় ভার্মা, করিশ্মা কাপুর, ডিম্পল কাপাডিয়া, প্রমুখকে। আগামী ১৫ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। তবে বড় পর্দায় নয়, নেটফ্লিক্সে আসছে এই ক্রাইম থ্রিলার ছবিটি। হোমি আদাজানিয়া এটির পরিচালনা করেছেন।
প্রকাশ্যে মার্ডার মুবারক ছবির টিজার
মার্ডার মুবারক ছবির টিজারে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি ওরফে ভবানী সিং একটি মার্ডারের তদন্ত করতে এসেছেন। তিনি বলছেন খুনিকে দেখতে কেমন হয়? আসলে তারা আমার আপনার মতোই , এই সমাজেই মিশে থাকে। তাঁর নজর রয়েছে ৭ সন্দেহভাজনের উপর। এঁরা হলেন দক্ষিণ দিল্লির রাজকুমারী সারা আলি খান, বিজয় ভার্মা যে চাঁদনি চকের দুর্দান্ত প্রেমিক হতে পারেন, করিশ্মা কাপুর যে থ্রিলার ছবির ড্রিম গার্ল এবং ডিম্পল কাপাডিয়া যিনি কিনা একজন মদ্যপ শিল্পী। এছাড়া সন্দেহভাজনের তালিকায় আছেন সঞ্জয় কাপুর ওরফে রাজকীয় ব্যাপার, টিস্কা চোপড়া যে কিনা গল্পবাজ এবং সুহেল নায়ার যে পার্টি করতে ভালোবাসেন।
আরও পড়ুন: 'ওর থেকে আমি অনেক...' বাস্তবের র্যাঞ্চো থ্রি ইডিয়টসের সঙ্গে মিলই পান না নিজের! কেন?
মার্ডার মুবারক ছবিটি ভয়ের আবার থ্রিলও আছে। এছাড়া আছে কমেডির ফোড়ন। ছবিটির পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ছবিটির প্রযোজনা করেছেন দীনেশ বিজন। ২০২৩ সালের এপ্রিল মাসেই এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল।
প্রসঙ্গত মার্ডার মুবারক ছবির মাধ্যমে কামব্যাক করলেন করিশ্মা কাপুর। তাঁকে শেষবার ২০১২ সালে মুক্তি পাওয়া থ্রিলার ছবি ডেঞ্জারাস ইশকে দেখা গিয়েছিল। তিনি এই ছবির মাধ্যমে আবারও সিনে দুনিয়ায় ফিরলেন।