বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun Kapoor: 'শেষ মুহূর্তে...' রাখি উপলক্ষ্যে ভাই বোনদের সঙ্গে একফ্রেমে অর্জুন, তবুও কাদের মিস করলেন তিনি?

Arjun Kapoor: 'শেষ মুহূর্তে...' রাখি উপলক্ষ্যে ভাই বোনদের সঙ্গে একফ্রেমে অর্জুন, তবুও কাদের মিস করলেন তিনি?

রাখি উপলক্ষ্যে ভাই বোনদের সঙ্গে একফ্রেমে অর্জুন

Arjun Kapoor-Raksha Bandhan: রাখির আমেজে গতকাল গোটা দেশ মেতে ছিল। বাদ গেলেন না অর্জুন কাপুরও। রাত হলেও ভাই বোনদের সঙ্গে রাখি উদযাপনে মেতে উঠলেন।

মাসের একদম শেষটা ভাই বোনের সম্পর্ক উদযাপনের দিন দিয়েই শেষ হল। এই দিন গোটা দেশ রাখির আমেজে ভেসে গিয়েছিল। ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়ে উদযাপন করেন এই বেঁধে বেঁধে থাকার উৎসব, রক্ষা করার বন্ধন। আর এ হেন বিশেষ দিনটি উদযাপন করতে ভুললেন না অর্জুন কাপুরও। তিনিও তাঁর ভাই বোনদের সঙ্গে দিনের একদম শেষে রাখি উদযাপনে মেতে ওঠেন। যদিও তাঁদের কাপুর বংশের অনেকেই ছিলেন না তবুও জানালেন যাঁরা ছিলেন এদিন তাঁরা ভীষণই মজা করেছেন। আর যাঁরা ছিলেন না তাঁদের মিস করেছেন। একটি পোস্টও করেন অভিনেতা এই বিশেষ দিনটি নিয়ে। তাঁদের এদিনের এই জমায়েতে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ছিলেন না, তবে তাঁর বোন খুশি ছিলেন।

প্রায় মধ্যরাতে এদিন অর্জুন কাপুর একটি ছবি পোস্ট করেন তাঁদের নিজের এবং তুতো ভাই বোনদের সঙ্গে। সেই ছবিতে তাঁর সঙ্গে অংশুলা কাপুর, খুশি কাপুর, রিয়া কাপুর, শানায়া কাপুর এবং মোহিত মারওয়াকে দেখা যায়। তাঁরা একে অন্যকে ধরে বা জড়িয়ে পোজ দিয়েছেন। অর্জুন আর মোহিতের কপালে টিকা এবং হাতে রাখি দেখা যায়। সকলের মুখেই হাসি লেগেছিল।

আরও পড়ুন: রাখিতে চর্চায় বলিউডের মোস্ট স্টাইলিশ ভাই-বোনেরা, দেখুন তো আপনার পছন্দের কারা

আরও পড়ুন: রাখি কি কেবলই ভাই-বোনের উৎসব? ভারতের ইতিহাস থেকে লোকগাঁথা কী বলছে?

এদিন এই ছবিটা পোস্ট করে অর্জুন লেখেন, 'রাখির শেষ মুহূর্তে আমরা। রাখিতে কাপুর বংশের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা মিস করেছি।' তাঁর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অংশুলা লেখেন, 'পছন্দের।'

আরও পড়ুন: 'পাশে থাকব সবসময়', শ্রেয়া, অনন্যা, বরুণ সহ আর কোন বলি তারকারা রাখির আমেজে ভাসলেন এদিন?

অনেকেই লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। কেউ কেউ আবার 'পছন্দের ভাই বোনদের গ্রুপ' বলেও লেখেন। এক ব্যক্তি আবার কটাক্ষ করে লেখেন, ‘কাপুর বংশের সব অকর্ম সদস্যরা এক ফ্রেমে।’

বন্ধ করুন